পাশাপশি, সাধারণ মানুষকে জানানো হয় অজানা ভিডিও কলে সাড়া না দিতে। আর ভিডিও কল ধরলেও ফ্রন্ট ক্যামেরাতে এই প্রোটেক্টর চিটিয়ে রাখতে, তাতে ফ্রন্ট ক্যামেরা কাজ করবে না। কেউ ওই ছবি কাজে লাগিয়ে কোনও অপরাধমূলক কাজ করতে পারবে না। প্রটেক্টরের পাশাপাশি দেওয়া হয়েছে একটি করে লিফলেট। সেখানে লেখা রয়েছে কী কী করা উচিত, আর কী করা উচিত নয়। সোশ্যাল মিডিয়ায় থাকা যে কোনও অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিছু সময় অন্তর অন্তর পরিবর্তন করা উচিত, যে কোনও মোবাইল গেমে নিজের নম্বর দেওয়া থেকে বিরত থাকা উচিত, ব্যাঙ্ক সম্পর্কিত কোনও ওটিপি বা সমস্যা হলে সরাসরি ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করা উচিত।
advertisement
আরও পড়ুন: দেশের প্রথম ওমিক্রন আক্রান্ত সন্দেহে ব্যক্তির ময়না তদন্ত আরজি কর হাসপাতালে, গড়বে ইতিহাস...
অপর দিকে, ফোনে আসা কোনও ওটিপি যে কোনও কারও সঙ্গে শেয়ার করবেন না, অনলাইন শপিং অ্যাপে অনলাইন পেমেন্ট করবেন না, কোনও অচেনা কারও সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করবে না, অচেনা কাউকে নিজের মোবাইল নম্বর দেবে না...ইত্যাদি বিভিন্ন বিষয় সেখানে উল্লিখিত। এই বিষয়গুলি সাধারণ মানুষদের বুঝিয়ে তাঁদের হাতে দেওয়া হচ্ছে লিফলেট ও প্রটেক্টর। স্কুলের ছাত্র-ছাত্রীরা এই ট্র্যাপগুলির শিকার হয়, সাধারণ মানুষদের সঙ্গে তাঁদেরও এই বিষয়গুলি নিয়ে সচেতন করছে পুলিশ।
আরও পড়ুন: কনকনে ঠান্ডার মধ্যেই ফের দুর্যোগ! সরস্বতী পুজোয় রাজ্যের 'এই' জেলায়গুলিতে তুমুল বৃষ্টি
পুলিশ সাইবার ক্রাইম বিভাগের আইসি স্বর্গজিৎ বোস জানান, 'হানিট্র্যাপের মতো বিভিন্ন অপরাধ রুখতেই আজ আমাদের এই সচেতনতা বার্তা সমেত লিফলেট ও ফ্রন্ট ক্যামেরা প্রটেক্টর বিলি কর্মসূচি। এই জিনিসগুলি দেওয়ার সঙ্গে কী করা উচিত আর কী করা উচিত নয়, সেই সম্পর্কে অবগত করছি আমরা। ফ্রন্ট ক্যামেরা প্রটেক্টর কখন, কীভাবে ব্যবহার করতে হবে, সেই বিষয়েও বিস্তারিত ভাবে জানাচ্ছি সাধারণ মানুষকে।' স্কুল ছাত্রী ত্রিপর্ণা ঘোষ বলেন, 'এই ফ্রন্ট ক্যামেরা প্রটেক্টর আমাদের জন্য বিশেষ জরুরি। তাই পুলিশ আমাদের এই বিষয়ে সতর্ক করছেন। আমাদের অপরাধ এড়াতে কী করা উচিত, কী উচিত নয়, সে বিষয়েও জানাচ্ছেন। তাতে আমাদের অনেক উপকার হচ্ছে।'
Supratim Das