TRENDING:

রাত বাড়তেই নিত্য নতুন ছেলে-মেয়েদের আনাগোনা! পাড়ার মধ্যে গোপনে মধুচক্রের আসর! হানা দিতে সেই দৃশ্য

Last Updated:

Kalna Honeytrap: মঙ্গলবার গভীর রাতে এলাকাবাসী হাতেনাতে ধরলেন মধুচক্রের আসর। স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই ওই বাড়িতে অশ্লীল নাচগানের সঙ্গে চলছিল অসামাজিক কার্যকলাপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালনা, পূর্ব বর্ধমান, নবকুমার রায়: পূর্ব বর্ধমানের কালনার পূর্ব সাতগাছিয়া পঞ্চায়েতের মাঠেরপাড়া সাহা কলোনি এলাকা উত্তেজনায় উত্তাল। মঙ্গলবার গভীর রাতে এলাকাবাসী হাতেনাতে ধরলেন মধুচক্রের আসর। স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই ওই বাড়িতে অশ্লীল নাচগানের সঙ্গে চলছিল অসামাজিক কার্যকলাপ। নিত্যদিন নতুন নতুন ছেলে-মেয়েদের আনাগোনা লেগে থাতক বাড়িটিতে। অবশেষে ফাঁস মধুচক্রের আসর।
কালনায় মধুচক্র ফাঁস
কালনায় মধুচক্র ফাঁস
advertisement

মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ গ্রামবাসীরা একজোট হয়ে বাড়িটিতে হানা দেন। হুলুস্থুল কাণ্ড বাধে। উত্তেজিত গ্রামবাসী বাড়ির ভিতরে ঢুকতেই দেখলেন, চারজন মহিলার সঙ্গে একজন পুরুষ একান্ত সময় কাটাচ্ছেন। ব্যস! হাতেনাতে পাকড়াও। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মধুচক্রের সঙ্গে জড়িত পাঁচজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

advertisement

আরও পড়ুনঃ মাঝরাতে ঘুম ভাঙতেই চোখ কপালে বাড়ির সদস্যদের! সোনাদানা-টাকা হাওয়া…! সিসি ক্যামেরায় ধরা পড়ল চাঞ্চল্যকর ফুটেজ

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় খড়ের গহনা সজ্জায় প্রতিমা সহ নানা চমক দিতে প্রস্তুত এই ক্লাব
আরও দেখুন

স্থানীয় এক মহিলা জানান, আমরা চাই এই নোংরামি বন্ধ হোক’। একই সঙ্গে পঞ্চায়েত প্রধান হরেকৃষ্ণ মণ্ডল আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা এলাকায় না ঘটে তা নিয়ে প্রশাসন কড়া নজর রাখবে। বুধবার দুপুরে কালনা থানার পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুজন অভিযুক্ত আকবর আলি শেখ ও হার্ষিত ঘরামিকে গ্রেফতার করে আদালতে তোলে। তবে আদালতে যাওয়ার পথে তারা গোটা অভিযোগই অস্বীকার করেছেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাত বাড়তেই নিত্য নতুন ছেলে-মেয়েদের আনাগোনা! পাড়ার মধ্যে গোপনে মধুচক্রের আসর! হানা দিতে সেই দৃশ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল