মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ গ্রামবাসীরা একজোট হয়ে বাড়িটিতে হানা দেন। হুলুস্থুল কাণ্ড বাধে। উত্তেজিত গ্রামবাসী বাড়ির ভিতরে ঢুকতেই দেখলেন, চারজন মহিলার সঙ্গে একজন পুরুষ একান্ত সময় কাটাচ্ছেন। ব্যস! হাতেনাতে পাকড়াও। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মধুচক্রের সঙ্গে জড়িত পাঁচজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
advertisement
স্থানীয় এক মহিলা জানান, আমরা চাই এই নোংরামি বন্ধ হোক’। একই সঙ্গে পঞ্চায়েত প্রধান হরেকৃষ্ণ মণ্ডল আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা এলাকায় না ঘটে তা নিয়ে প্রশাসন কড়া নজর রাখবে। বুধবার দুপুরে কালনা থানার পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুজন অভিযুক্ত আকবর আলি শেখ ও হার্ষিত ঘরামিকে গ্রেফতার করে আদালতে তোলে। তবে আদালতে যাওয়ার পথে তারা গোটা অভিযোগই অস্বীকার করেছেন।