শুক্রবার বিকেলে এমনই টান টান নাটকের সাক্ষী থাকল রানিগঞ্জের বক্তানগর এলাকা৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, এ দিন কলকাতার দিক থেকে ওই হোন্ডা সিটি গাড়িটি এ দিন বক্তানগর এলাকায় আসে৷ গাড়ির ভিতরে তিন জন যুবক ছিল৷ বেশ কয়েকটি ছাগল গাড়িতে তুলে পালানোর চেষ্টা করে তারা৷
অণ্ডাল থেকে রানিগঞ্জের দিকে যাওয়ার সময় ছাগল চোরেদের ওই গাড়িটিকে ধাওয়া করেন স্থানীয়রা৷ জনতার তাড়া খেয়ে পালানোর সময় গাড়িটি প্রথমে একটি মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা মারে৷ এর পর কয়েকজন পথচলতি মানুষকেও ধাক্কা মারে গাড়িটি৷
advertisement
কিন্তু কিছুটা এগোতেই রাস্তা বন্ধ থাকায় পালানোর পথ পায়নি গাড়িটি৷ শেষ পর্যন্ত রাস্তার ধারে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে গাড়ি উল্টে যায়৷
গাড়িটি উল্টে যেতেই স্থানীয়রা ঘিরে ধরে ওই গাড়িটিকে। গাড়ির মধ্যে থাকা তিন চোরকে গণপ্রহার দেয় জনতা। পরে তাদের রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
