আসানসোলের বার্নপুরে দুর্গাপুজোর আগেই হোর্ডিং নিয়ে রাজনৈতিক অশান্তি। অভিযোগ, দুর্গাপূজাকে সামনে রেখে বার্নপুর শিল্পাঞ্চলে তৃণমূল কংগ্রেস একাধিক হোর্ডিং টাঙায়। কিন্তু কিছুদিনের মধ্যেই সেগুলি খুলে ফেলে বিজেপির তরফে অগ্নিমিত্রা পালের ছবি সহ একাধিক নতুন হোর্ডিং লাগানো হয়।
আরও পড়ুনঃ প্রতিমার ভাসান হবে না! একেবারে ‘অন্যরকম’ মূর্তি বানান নারায়ণগড়ের ভাস্কর, নেপথ্য কারণটাও বেশ অনন্য
advertisement
তৃণমূলের দাবি, ইসকো কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তাঁদের হোর্ডিং বসানো হয়েছিল। অথচ বিজেপির কয়েকজন নেতা-কর্মী ইসকো আধিকারিকদের সঙ্গে নিয়ে তা জোর করে খুলে নিজেদের হোর্ডিং লাগিয়ে দেন।
অন্যদিকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এই অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছেন, ইসকোর অনুমতি নিয়েই হোর্ডিং বসানো হয়েছে। বিজেপি কর্মীরা তৃণমূলের কোনও হোর্ডিং খোলেনি। বরং দুর্গাপুজো উদ্যোক্তাদের একটি হোর্ডিংয়ের উপর ভুলবশত বিজেপির হোর্ডিং ঝুলে গিয়েছিল। বিষয়টি জানার পরই সেটি নামিয়ে দেওয়া হয়েছে। উৎসবের মুখে এই হোর্ডিং বিতর্ক ঘিরে বার্নপুরে রাজনৈতিক পারদ যে চড়তে শুরু করেছে, তা বলাই বাহুল্য।