TRENDING:

TMC vs BJP: উৎসবের মরশুমে হোর্ডিং নিয়ে তরজা! বিস্ফোরক অভিযোগ তৃণমূলের, পাল্টা দিলেন BJP বিধায়ক অগ্নিমিত্রা

Last Updated:

TMC vs BJP: দুর্গাপুজোর আবহে হোর্ডিং নিয়ে বিতর্ক। অভিযোগ, দুর্গাপূজাকে সামনে রেখে বার্নপুর শিল্পাঞ্চলে তৃণমূল একাধিক হোর্ডিং টাঙায়। কিন্তু কিছুদিনের মধ্যেই সেগুলি খুলে ফেলে বিজেপির তরফে অগ্নিমিত্রা পালের ছবি সহ একাধিক নতুন হোর্ডিং লাগানো হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, পশ্চিম বর্ধমান, দীপক শর্মাঃ দুর্গাপুজোর আবহে হোর্ডিং নিয়ে বিতর্ক। শিল্পশহর বার্নপুরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। রাজনৈতিক অশান্তি তুঙ্গে। শাসক-বিরোধী দুই শিবিরে অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যেই শেষ পর্যন্ত ভুল বোঝাবুঝি টের পেয়ে বিজেপি একটি হোর্ডিং নামিয়ে নেয় বলে খবর।
হোর্ডিং নিয়ে তৃণমূল বিজেপি তরজা
হোর্ডিং নিয়ে তৃণমূল বিজেপি তরজা
advertisement

আসানসোলের বার্নপুরে দুর্গাপুজোর আগেই হোর্ডিং নিয়ে রাজনৈতিক অশান্তি। অভিযোগ, দুর্গাপূজাকে সামনে রেখে বার্নপুর শিল্পাঞ্চলে তৃণমূল কংগ্রেস একাধিক হোর্ডিং টাঙায়। কিন্তু কিছুদিনের মধ্যেই সেগুলি খুলে ফেলে বিজেপির তরফে অগ্নিমিত্রা পালের ছবি সহ একাধিক নতুন হোর্ডিং লাগানো হয়।

আরও পড়ুনঃ প্রতিমার ভাসান হবে না! একেবারে ‘অন্যরকম’ মূর্তি বানান নারায়ণগড়ের ভাস্কর, নেপথ্য কারণটাও বেশ অনন্য

advertisement

তৃণমূলের দাবি, ইসকো কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তাঁদের হোর্ডিং বসানো হয়েছিল। অথচ বিজেপির কয়েকজন নেতা-কর্মী ইসকো আধিকারিকদের সঙ্গে নিয়ে তা জোর করে খুলে নিজেদের হোর্ডিং লাগিয়ে দেন।

অন্যদিকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এই অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছেন, ইসকোর অনুমতি নিয়েই হোর্ডিং বসানো হয়েছে। বিজেপি কর্মীরা তৃণমূলের কোনও হোর্ডিং খোলেনি। বরং দুর্গাপুজো উদ্যোক্তাদের একটি হোর্ডিংয়ের উপর ভুলবশত বিজেপির হোর্ডিং ঝুলে গিয়েছিল। বিষয়টি জানার পরই সেটি নামিয়ে দেওয়া হয়েছে। উৎসবের মুখে এই হোর্ডিং বিতর্ক ঘিরে বার্নপুরে রাজনৈতিক পারদ যে চড়তে শুরু করেছে, তা বলাই বাহুল্য।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC vs BJP: উৎসবের মরশুমে হোর্ডিং নিয়ে তরজা! বিস্ফোরক অভিযোগ তৃণমূলের, পাল্টা দিলেন BJP বিধায়ক অগ্নিমিত্রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল