পশ্চিম মেদিনীপুরের বাংলা ওড়িশা সীমানা বাংলার প্রত্যন্ত এক জনপদ দাঁতন। এই দাঁতনের অলিতে গলিতে রয়েছে নানা ইতিহাস। তৎকালীন ওড়িশা রাজ্যের সঙ্গে অন্তর্ভুক্ত থাকলেও পরে তা বাংলার একটি গ্রাম হিসেবে আত্মপ্রকাশ করে। তবে সীমানা বাংলার এই ছোট্ট জনপদ নানা ইতিহাসের সাক্ষী। মোঘল-পাঠানের যুদ্ধ হয়েছিল পশ্চিম মেদিনীপুরের প্রান্তিক এই এলাকায়। যা ইতিহাসের প্রমাণ বয়ে চলেছে।
advertisement
বেশ প্রাচীন তেঁতুল গাছের নীচে রয়েছে একটি পাথর। স্থানীয়দের মতে, পার্শ্ববর্তী পুকুর থেকেই বেশ কয়েক বছর আগে খননের সময় পাওয়া যায় এই মূর্তি। দাঁতনের একতারপুর এলাকায় রয়েছে এই প্রাচীন পাথর। সামনেই শিবের মন্দির। স্বাভাবিকভাবে পুকুর থেকে উঠে আসা এই পাথরকে ধীরে ধীরে আরাধ্য দেবতা হিসেবেই পুজো করেন এলাকার মানুষ।
ইতিহাস গবেষকেরা মনে করেন, সামগ্রিকভাবে এই পাথর এককালের ইতিহাসের সাক্ষী। পাথরের প্রতিটি খাঁজে লেগে রয়েছে সুদীর্ঘ বছরের ইতিহাস, যা গবেষকদের গবেষণার অন্যতম রসদ।