TRENDING:

Hilsa Price: বাজার থেকে ইলিশ উধাও, আরও কমবে জোগান-বাড়বে দাম? প্রশাসনের এক নির্দেশেই মাথায় হাত

Last Updated:

Hilsa Price: কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, পাথরপ্রতিমার কয়েক হাজার ট্রলার এই মুহূর্তে সমুদ্র থেকে ফিরতে শুরু করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিশ্বজিৎ হালদার, কাকদ্বীপ: আগামী ২ অগাস্ট পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। ফলে সমস্ত ট্রলারগুলিকে সোমবারের মধ্যে উপকূলে ফিরে আসার নির্দেশ দিল মৎস্য দফতর। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। আর সেই কারণেই কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, পাথরপ্রতিমার কয়েক হাজার ট্রলার এই মুহূর্তে সমুদ্র থেকে ফিরতে শুরু করেছে।
ইলিশের দাম বাড়বে?
ইলিশের দাম বাড়বে?
advertisement

এই পরিস্থিতিতে ভরা ইলিশের মরসুমে মাছ না ধরে ফিরে আসায় বড়সড় লসে মুখে মৎস্যজীবীরা। সবেমাত্র ভাল পরিমাণে ইলিশ মাছ আসতে শুরু করেছে আর হটাৎ করে আবহাওয়া খারাপ থাকার জন্যে এমন নির্দেশ সরকারের। সমস্ত মৎস্যজীবীর ট্রলারকে এই মুহূর্তে ফিরে আসতে হচ্ছে।

আরও পড়ুন: ‘তৃণমূল নেতাদের স্ত্রীরা…’, শতাব্দীর মন্তব্যে তুমুল শোরগোল! পাল্টে যাবে বীরভূমের ভোল?

advertisement

এই বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান, ‘মৎস্য দফতরের তরফে আমাদের জানানো হয়েছে আগামী দুই তারিখ পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। সমস্ত ট্রলারকে আজকের মধ্যে ফিরে আসার কথা বলা হয়েছে। এমনিতেই সমুদ্র খুব উত্তাল রয়েছে। আগেভাগেই সমস্ত ট্রলার ফিরে আসছে।’

আরও পড়ুন: শ্রাবণ সোমবারের শিব পুজো, ২৩০ বছরের পুরনো মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়, দেখুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে এই মুহূর্তে সমুদ্রে ভাল মাছ রয়েছে আর আবহাওয়া খারাপের জন্য ট্রলারগুলি ফিরে আসায় ক্ষতির মুখে মৎস্যজীবীরা। আশঙ্কা হচ্ছে জোগান কমার ফলে বাড়তে পারে বাজারে থাকা ইলিশের দাম।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hilsa Price: বাজার থেকে ইলিশ উধাও, আরও কমবে জোগান-বাড়বে দাম? প্রশাসনের এক নির্দেশেই মাথায় হাত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল