এই পরিস্থিতিতে ভরা ইলিশের মরসুমে মাছ না ধরে ফিরে আসায় বড়সড় লসে মুখে মৎস্যজীবীরা। সবেমাত্র ভাল পরিমাণে ইলিশ মাছ আসতে শুরু করেছে আর হটাৎ করে আবহাওয়া খারাপ থাকার জন্যে এমন নির্দেশ সরকারের। সমস্ত মৎস্যজীবীর ট্রলারকে এই মুহূর্তে ফিরে আসতে হচ্ছে।
আরও পড়ুন: ‘তৃণমূল নেতাদের স্ত্রীরা…’, শতাব্দীর মন্তব্যে তুমুল শোরগোল! পাল্টে যাবে বীরভূমের ভোল?
advertisement
এই বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান, ‘মৎস্য দফতরের তরফে আমাদের জানানো হয়েছে আগামী দুই তারিখ পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। সমস্ত ট্রলারকে আজকের মধ্যে ফিরে আসার কথা বলা হয়েছে। এমনিতেই সমুদ্র খুব উত্তাল রয়েছে। আগেভাগেই সমস্ত ট্রলার ফিরে আসছে।’
আরও পড়ুন: শ্রাবণ সোমবারের শিব পুজো, ২৩০ বছরের পুরনো মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়, দেখুন
তবে এই মুহূর্তে সমুদ্রে ভাল মাছ রয়েছে আর আবহাওয়া খারাপের জন্য ট্রলারগুলি ফিরে আসায় ক্ষতির মুখে মৎস্যজীবীরা। আশঙ্কা হচ্ছে জোগান কমার ফলে বাড়তে পারে বাজারে থাকা ইলিশের দাম।