বর্ণাঢ্য এই অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাম্মানিক ডিলিটে সম্মান জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৷ এই একই মঞ্চ থেকে ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে সাম্মানিক ডিলিট উপাধি দেওয়ার কথা ছিল কিন্তু তিনি না আসতে পারায় আপাতত এই মঞ্চ থেকে তাঁকে এই বিরল সম্মান জানানো সম্ভব হলনা ৷
advertisement
আবেগাপ্লুত হাসিনা তাঁর আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ৷ সমাজ জীবনে কবি নজরুলের অবদানও মনে করিয়ে দিয়েছেন ৷ বলেছেন মানব জীবনের চলার পথের অনুপ্রেরণা তিনি ৷ নজরুলের নামে তাঁর জন্মস্থান চুরুলিয়ায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠিকেও ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি ৷
আরও পড়ুন : ভাগাড় কাণ্ডের জেরে সমাবর্তন অনুষ্ঠানে শেখ হাসিনার মধ্যাহ্নভোজে থাকছে না মাংসের পদ
তিনি যেন অন্নদাশঙ্কর রায়কে উদ্ধৃত করেই বলেছেন - দেশ ভাগ হলেও ভাগ হয়নি রবীন্দ্রনাথ-নজরুল ৷ অন্নদাশঙ্কর রায় বলেছিলেন ভুল হয়ে গেছে বিলকুল, সব কিছু ভাগ হয়েছে, ভাগ হয়নিকো নজরুল ৷ তিনি কাজী নন, ইসলাম নন, আমাদের চেতনার ফুল, তিনিই নজরুল ৷ আবেগপ্রবণ হয়ে তিনি এদেশকেও ধন্যবাদ জানিয়েছেন বারবার, সব সময়ে বাংলাদেশের পাশে থাকার জন্যই ৷ তাঁর বক্তৃতায় আবেগের জোয়ারে ভাসল দুই বাংলা ৷ কবি নজরুলের জন্মদিনেই যেন দুই বাংলা আজ এক হয়ে গেল ৷
আজ বিকেলেই কলকাতা ফিরে যাবেন শেখ হাসিনা। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর একান্ত বৈঠক ৷ বৈঠক শেষে নেতাজি মিউজিয়াম পরিদর্শন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ৷ রাতের বিশেষ বিমানে ঢাকার উদ্দেশে রওনা হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ৷