TRENDING:

বুলবুলের তাণ্ডবে হেনরিজ আইল্যান্ড যেন মৃত্যুপুরী, বাতিল সমস্ত বুকিং

Last Updated:

বাঙালির প্রিয় এবং জনপ্রিয় ট্যুরিস্ট স্পট হেনরিজ আইল্যান্ড।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বারুইপুর: বুলবুলের তাণ্ডবে লন্ডভন্ড হেনরিজ আইল্যান্ড। চারপাশে শুধুই যেন ধ্বংসস্তূপ। আগামী পাঁচ মাসের জন্য সরকারি লজে সমস্ত বুকিং বাতিল। বাঙালির প্রিয় এবং জনপ্রিয় ট্যুরিস্ট স্পট হেনরিজ আইল্যান্ড।
advertisement

এই নির্জন দ্বীপে ঢেউ গুনে সময় কেটে যায়। সময় যেন থমকে দাঁড়ায় ৷ শান্ত সেই হেনরিজ আইল্যান্ড, বুলবুলের জেরে, এখন যেন ধ্বংসস্তূপ.....হেনরিজ আইল্যান্ড পা রাখলেই মনে হবে এ যেন কোনও মৃত্যুপুরী.....

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হেনরিজ আইল্যান্ডে, পশ্চিমবঙ্গ মৎস্য উন্নয়ন নিগমের টুরিস্ট লজের মধ্যেই পাশাপাশি দাঁড়িয়ে থাকত ম্যানগ্রোভ ও সুন্দরী গাছ। জলাশয়ে হত চিংড়ি-সহ একাধিক মাছের চাষ। বুলবুলের দাপটে সব শেষ। কয়েক কোটি টাকার চিংড়ি নষ্ট। হেনরিজ আইল্যান্ড এখন অন্ধকারে। বিদ্যুতের সব খুঁটি উপড়ে রাস্তায়। বুলবুলের তাণ্ডবে বাড়ির চাল পুকুরে......সরকারি লজ আগলে বসে শুধু কর্মীরা। যে গোডাউনে খাবার মজুত রাখা হত, তা ধূলিস্যাৎ..... আগামী পাঁচ মাসের জন্য যা বুকিং ছিল সব বাতিল।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বুলবুলের তাণ্ডবে হেনরিজ আইল্যান্ড যেন মৃত্যুপুরী, বাতিল সমস্ত বুকিং