উল্লেখ্য, হেমতাবাদ থানার ভেতরে গলায় ফাঁস লাগিয়ে এক কিশোরীর আত্মহত্যার ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়াল বৃহস্পতিবার। পুলিশ সূত্রে খবর হেমতাবাদ থানার বেলতোর এলাকার বাসিন্দা ১৭ বছর বয়সি কিশোরের সাথে কালিয়াগঞ্জ থানার মাধবপুর সংলগ্ন কাশিডাঙ্গা এলাকায় বাসিন্দা ১৭ বছর বয়সি কিশোরীর দীর্ঘ দু বছর ধরে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এরপর বৃহস্পতিবার ওই নাবালিকা বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলে হেমতাবাদ থানার পুলিশ ওই নাবালিকাকে থানায় তুলে নিয়ে আসে।
advertisement
আরও পড়ুন: ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড়! ভারীবৃষ্টির সতর্কতা! সাইক্লোন নিয়ে বড় নির্দেশ দিল নবান্ন
এরপরই বাথরুমে যাওয়ার নাম করে ওই নাবালিকা বাথরুমের ভেতরে ঢুকে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলে বাথরুমের ভেতর থেকে পুলিশ হঠাৎ শব্দ পেয়ে ছুটে গিয়ে দেখে ওই কিশোরী ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। তখনই তড়িঘড়ি পুলিশ কিশোরীকে প্রথমে উদ্ধার করে হেমতাবাদ গ্রামীন হাসপাতালে নিয়ে যায় এরপর অবস্থার অবনতি হলে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই কিশোরীকে মৃত বলে ঘোষণা করে।
নাবালিকার পরিবারের তরফে এই ঘটনায় হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মৃত নাবালিকারার মৃতদেহের খোঁজ না পাওয়ায় শুক্রবার সকাল ১১ টার থেকে হেমতাবাদ মোড়ে রায়গঞ্জ বালুরঘাট রাস্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। অবরোধের ফলে ওই রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসছে হেমতাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী।
মুক্তা সরকার, হেমতাবাদ উত্তর দিনাজপুর