শিলাবতী নদীর উপর গড়বেতা সেতু। উত্তরবঙ্গের জেলাগুলির সঙ্গে যোগাযোগের অন্যতম রাস্তা এই গড়বেতা সেতু তৈরি হয়েছিল ১৯৭৩ সালে। তারপর কবে শেষ রক্ষণাবেক্ষণ হয়েছে তা কেউই মনে করতে পারলেন না। নড়বড়ে সেতুর ওপর দিয়েই চলছিল যানচলাচল। শনিবার সকালে গড়বেতা সেতুর ওপর হঠাৎই নজরে আসে ফাটল। তড়িঘড়ি ঘবর দেওয়া হয় গড়বেতা থানায়। সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
advertisement
আপাতত গড়বেতা সেতুর বদলে বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়েছে। প্রায় ৪০ কিলোমিটার রাস্তা ঘুরপথে যেতে হচ্ছে।
ফাটল মেরামতির জন্য মাসখানেক সময় লাগবে বলে জানিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ততদিন ঘুরপথে যাতায়াতই দস্তুর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 14, 2019 12:00 AM IST