সোমবার সকালে বারাসতের কাছে বামনগাছি এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ম্যাটারর সঙ্গে ধাক্কা লাগে স্থানীয় বাসিন্দা প্রীতম ঘোষ নামে বছর বত্রিশের এক যুবকের। এরপরই তড়িঘড়ি এলাকার লোকজন ও বাড়ির লোকজন গুরুতর আহত অবস্থায় ওই যুবককে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়৷
advertisement
ময়নাতদন্তের পর এ দিন সন্ধ্যায় ওই যুবকের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ অভিযোগ, তখন দেখা যায় ওই যুবকের একটি চোখ খুবলে তুলে নেওয়া হয়েছে৷ এই ঘটনা নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন৷ হাসপাতালের গেটের সামনে শুরু হয় বিক্ষোভ৷ ঘটনাচক্রে, তখনই ঠাকুরনগর থেকে গাড়িতে কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর কনভয় আসতে দেখে অভিযোগ জানানোর জন্য এগিয়ে যায় মৃত যুবকের পরিবার৷ তাঁদের দেখে গাড়ি থামিয়ে দেন মুখ্যমন্ত্রীও৷ অভিযোগ শোনার পর যথাযথ তদন্তের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী৷ মৃত যুবকের পরিবারের একজনের চাকরিরও আশ্বাস দেন তিনি৷
স্বাস্থ্য দফতর সূত্রে অবশ্য খবর, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ইঁদুরেই মৃত যুবকের চোখ খুবলে নিয়েছে৷ যত দ্রুত সম্ভব স্বাস্থ্য দফতরকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে৷
