জানা গিয়েছে, চারটে সাইকেল একটি ভ্যানে করে নিয়ে যাচ্ছিল একজন ভ্যানওয়ালা। এলাকার লোকের সন্দেহ হওয়ায় ভ্যানওয়ালাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে এবং জেরার মুখে ভ্যানওয়ালা স্বীকার করে ৩৭০ টাকা প্রতিটি সাইকেল দরে আটটি সাইকেল কিনে নিয়ে যাচ্ছিলেন ওই স্কুল থেকে। সাইকেলগুলি বিক্রি করে স্কুলের প্রধান শিক্ষিকা রিঙ্কু দাস। এক একটি সাইকেলের মূল্য ৩৭০ টাকা হিসাবে সাইকেল বিক্রি করেন তিনি। এরপর ভ্যানওয়ালা এবং সাইকেলগুলিকে চারঘাট পুলিশ ফাঁড়ির হাতে তুলে দেয় এলাকার মানুষ ।
advertisement
আরও পড়ুন: ছাদে ঝগড়ায় মত্ত স্বামী-স্ত্রী, হঠাৎ গুলিতে লুটিয়ে পড়ল এক ছাত্রী! হাড়হিম ঘটনা বীরভূমে
আরও পড়ুন: পাশেই থানা, সিসিটিভি-র তার কাটা! ফের হাবড়ায় যা ঘটল, আতঙ্কে কাঁপছে এলাকাবাসী
এই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেফতার হয় স্কুলের প্রধান শিক্ষিকা রিঙ্কু দাস এবং ওই ক্রেতা। স্বাভাবিক কারণেই এই ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষ। স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধেও ক্রমশই জমছে ক্ষোভ।