আরও পড়ুনঃ মাত্র দেড় বছরের প্রশিক্ষণ! জাতীয় স্তরে নজরকাড়া সাফল্য সাত বছরের মেয়ের
সম্প্রতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া হুশিয়ারি দিয়েছেন। আর তাতেই নড়েচড়ে বসেছে ঝালদা পৌরসভা। এবার উচ্ছেদ করতে পৌর সভার কর্মীরা সতর্কীকরণ করছেন বিভিন্ন জায়গায়। জোরপূর্বক উচ্ছেদ না করে শহরবাসীদের সময় দেওয়া হয়েছে রবিবার পর্যন্ত। যাতে তাঁরা নিজেরাই অন্যত্র সরে যেতে পারে।
advertisement
এ বিষয়ে ঝালদা পৌরসভার উপ পৌরপ্রধান সুদীপ কর্মকার বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশকে সামনে রেখে অবৈধভাবে দখলদারদের উচ্ছেদের পরিকল্পনা নেওয়া হয়েছে। তাই এই পদক্ষেপ। এ বিষয়ে ব্যবসায়ীরা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। হঠাৎ তাঁরা যদি এখানে ব্যবসা গুটিয়ে দেয় তাহলে রুটি রুজিতে টান পড়বে। তাঁদের কথাও ভাবুক প্রশাসন। এমনটাই আর্জি জানিয়েছেন তাঁরা।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গোটা বঙ্গ জুড়ে অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ করা হচ্ছে। এতে অনেকেরই রুটি রুজিতে টান পড়ছে। কিন্তু ঝালদা পৌরসভা ব্যবসায়ীদের সময়সীমা বেঁধে দেওয়ার ফলে কিছুটা হলেও ক্ষতির হাত থেকে রক্ষা পাচ্ছে শহরের ব্যবসায়ীরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি