অবলা প্রাণীটি মুখে কথা না বলতে পারলেও আব ভাব দেখে স্থানীয়রা অনুমান করতে পারেন যে সে অসুস্থ। খবর দেওয়া হয় বনদফতর। তীব্র দাবদাহের ভ্যাপসা গরমে পুড়ছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া প্রায় ৪০ ডিগ্রি তাপমাত্রা। মঙ্গলবার সকালে ঝাড়গ্রামের কলেজ মোড়ের কাছে অসুস্থ হয়ে পড়ল গাছের এডাল থেকে ওডাল ঘুরে বেড়ানো একটি পূর্ণবয়স্ক হনুমান।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
অভিযোগ খবর পাওয়ার প্রায় দু’ঘণ্টা পর ঘটনাস্থলে আসেন বনদফতরের কর্মীরা। কিন্তু তারা হনুমানটির চিকিৎসা না করে পালিয়ে যায় এলাকা থেকে। চিকিৎসা করাতে বনদফতর না এগিয়ে এলেও স্থানীয় দোকানদারেরা তার সেবা সুশ্রূষা করেন। স্থানীয়রাও অসুস্থ হনুমানটিকে জল প্রদান করে।
আরও পড়ুন Current Off in Summer: দিনে পচা গরম, রাতে বিদ্যুতহীন এলাকা! একেবারে নরকযন্ত্রণায় হাড়োয়াবাসী
বুধবার দুপুরে চিকিৎসা চেয়ে হনুমান নিজেই হাজির ওষুধের দোকানে। ঝাড়গ্রামের ঘোষ মেডিক্যাল নামক একটি ওষুধের দোকানে হাজির হয় পূর্ণ বয়স্ক হনুমানটি। দোকানদারেরা একটু হতচকিত হয়ে যান। ফ্যানের বাতাস সঙ্গে ঠান্ডা পানীয় জল ও ওআরএস দেয়। যা খায় ওই হনুমানটি। আর নিমিষের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে গোটা শহরজুড়ে।
তন্ময় নন্দী