পরবর্তীকালে টুনি লাইট ও বৈদ্যুতিক আলোর দাপটে অনেকটাই কমেছে প্রদীপের ব্যবহার। তবে আজও ঐতিহ্য বজায় রেখে অনেকেই দীপাবলীতে মাটির প্রদীপ জ্বালান। সেই প্রদীপই এখন কর্মসংস্থানের উৎস হয়ে উঠেছে বহু মৃৎশিল্পীর কাছে। উত্তর ২৪ পরগনার হাবড়ার একটি প্রদীপ তৈরির কারখানায় এখন কর্মব্যস্ততা তুঙ্গে।
আরও পড়ুন : সোনার অত্যধিক দাম ‘শাপে বর’ হয়েছে এখানে, জুয়েলারি বানিয়ে মোটা ইনকাম! শিখতে পারলে আপনার পকেটও উপচে পড়বে
advertisement
মাস দু’য়েক ধরে কার্যত নাওয়া-খাওয়া ভুলে রাতদিন কাজ করছেন শিল্পীরা। প্রতিদিন তৈরি হচ্ছে হাজার হাজার প্রদীপ। কিছু সম্পূর্ণ হাতে তৈরি হচ্ছে, আবার কিছু আধুনিক মেশিনের সাহায্যে। কারখানার মালিক জানান, দীপাবলীর সময় বাজারে প্রদীপের চাহিদা প্রচুর। শহর থেকে গ্রাম, মন্দির থেকে গৃহস্থবাড়ি, সব জায়গায় এখনও মাটির প্রদীপের ব্যবহার আছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুরুষদের পাশাপাশি কারখানায় সমানতালে কাজ করছেন এলাকার মহিলারাও। প্রদীপ তৈরি থেকে শুকানো ও রঙ করার কাজেও তাঁরা সমান দক্ষ। আধুনিক যুগে ইলেকট্রিক লাইট বা LED প্রদীপের জনপ্রিয়তা যতই বাড়ুক, ঐতিহ্যের মাটির প্রদীপের আলো যে এখনও ম্লান হয়নি, তা চোখে পড়ছে হাবড়ার মৃৎশিল্পীদের ব্যস্ত কারখানা দেখলে।