TRENDING:

চরম ব্যস্ততা, হাতের পাশাপাশি মাটির প্রদীপ তৈরি হচ্ছে মেশিনেও! এলইডির যুগে আবেগ লাভ এনে দিচ্ছে শিল্পীদের

Last Updated:

Clay Lamp demand : ঐতিহ্য বজায় রেখে অনেকেই দীপাবলীতে মাটির প্রদীপ জ্বালান। সেই প্রদীপই এখন কর্মসংস্থানের উৎস হয়ে উঠেছে বহু মৃৎশিল্পীর কাছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: সামনেই আলোর উৎসব দীপাবলি। চারিদিক আলো ঝলমলে সাজে সাজবে ঘর-বাড়ি, মন্দির ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। তবে সেই আলোয় এখনও নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে ঐতিহ্যের মাটির প্রদীপ! একসময় দীপাবলীর রাতে মাটির প্রদীপ ও মোমবাতির আলোই ছিল আলোকসজ্জার প্রধান মাধ্যম। অর্থনৈতিকভাবে সচ্ছলরাই জ্বালাতে পারতেন তেলের প্রদীপ। অন্যদিকে সাধারণ মানুষ ভরসা রাখতেন মোমবাতির ওপর।
advertisement

পরবর্তীকালে টুনি লাইট ও বৈদ্যুতিক আলোর দাপটে অনেকটাই কমেছে প্রদীপের ব্যবহার। তবে আজও ঐতিহ্য বজায় রেখে অনেকেই দীপাবলীতে মাটির প্রদীপ জ্বালান। সেই প্রদীপই এখন কর্মসংস্থানের উৎস হয়ে উঠেছে বহু মৃৎশিল্পীর কাছে। উত্তর ২৪ পরগনার হাবড়ার একটি প্রদীপ তৈরির কারখানায় এখন কর্মব্যস্ততা তুঙ্গে।

আরও পড়ুন : সোনার অত্যধিক দাম ‘শাপে বর’ হয়েছে এখানে, জুয়েলারি বানিয়ে মোটা ইনকাম! শিখতে পারলে আপনার পকেটও উপচে পড়বে

advertisement

মাস দু’য়েক ধরে কার্যত নাওয়া-খাওয়া ভুলে রাতদিন কাজ করছেন শিল্পীরা। প্রতিদিন তৈরি হচ্ছে হাজার হাজার প্রদীপ। কিছু সম্পূর্ণ হাতে তৈরি হচ্ছে, আবার কিছু আধুনিক মেশিনের সাহায্যে। কারখানার মালিক জানান, দীপাবলীর সময় বাজারে প্রদীপের চাহিদা প্রচুর। শহর থেকে গ্রাম, মন্দির থেকে গৃহস্থবাড়ি, সব জায়গায় এখনও মাটির প্রদীপের ব্যবহার আছে।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লন্ডন এবার পুরুলিয়ায়! ১-২ রকম নয় পাওয়া যাচ্ছে ২৫ রকমের কেক-পেস্ট্রি
আরও দেখুন

পুরুষদের পাশাপাশি কারখানায় সমানতালে কাজ করছেন এলাকার মহিলারাও। প্রদীপ তৈরি থেকে শুকানো ও রঙ করার কাজেও তাঁরা সমান দক্ষ। আধুনিক যুগে ইলেকট্রিক লাইট বা LED প্রদীপের জনপ্রিয়তা যতই বাড়ুক, ঐতিহ্যের মাটির প্রদীপের আলো যে এখনও ম্লান হয়নি, তা চোখে পড়ছে হাবড়ার মৃৎশিল্পীদের ব্যস্ত কারখানা দেখলে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চরম ব্যস্ততা, হাতের পাশাপাশি মাটির প্রদীপ তৈরি হচ্ছে মেশিনেও! এলইডির যুগে আবেগ লাভ এনে দিচ্ছে শিল্পীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল