TRENDING:

Habra Murder: প্রতিবেশী যুবকের হাতে খুন ৭৫-এর বৃদ্ধা! হাবড়ায় দিনে দুপুরে রক্তারক্তি কাণ্ড

Last Updated:

Habra Murder: প্রতিবেশী যুবকের হাতে খুন হলেন ৭৫ বছরের বৃদ্ধা। অভিযোগ ভরদুপুরে বৃদ্ধাকে কুপিয়ে খুন করে এলাকারই এক যুবক। ওই যুবক নাকি সোনার দুল ছিনতাই করতেই এসেছিল আর তাতে বাধা দিতেই এমন পরিণতি, জানালেন স্থানীয়রা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাবড়া : প্রতিবেশী যুবকের হাতে খুন হলেন ৭৫ বছরের বৃদ্ধা। অভিযোগ ভরদুপুরে বৃদ্ধাকে কুপিয়ে খুন করে এলাকারই এক যুবক। ওই যুবক নাকি সোনার দুল ছিনতাই করতেই এসেছিল আর তাতে বাধা দিতেই এমন পরিণতি, জানালেন স্থানীয়রা। এলাকায় এই মুহূর্তে থমথমে পরিবেশ। ঘটনাস্থলে হাবরা থানার বিশাল পুলিশ বাহিনী।
প্রতিবেশী যুবকের হাতে খুন বৃদ্ধা
প্রতিবেশী যুবকের হাতে খুন বৃদ্ধা
advertisement

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে হাবড়া থানার আকরামপুর শ্মশান মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় এদিন দুপুরে অণিমা বিশ্বাস নিজের ঘরের কাছেই দুপুরে স্নান করবেন বলে গরম জল করছিলেন। হঠাৎ বৃদ্ধার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা, স্থানীয়রা দেখতে পান রক্তাক্ত অবস্থায় পরে রয়েছেন এই বৃদ্ধা আর রক্তাক্ত ধারালো কাটারি হাতে পালাচ্ছেন এলাকারই বছর ৩২ এর যুবক রাজু দাস।

advertisement

ঘটনায় প্রথমে বৃদ্ধাকে হাবরা হাসপাতালে এবং পরবর্তীতে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। বৃদ্ধার ঘাড়ে এবং মাথায় ধারালো কাটারি দিয়ে একের পর এক আঘাত করা হয়েছে বলে জানা যায়।

আরও পড়ুন: জবা গাছে ‘একচিমটি’ দিলেই কামাল…! ১০ টাকার ছোট্ট ‘টোটকা’ দেখাবে জাদু…! ফুলে ফুলে চোখ ধাঁধাবে, নিকেশ হবে পোকামাকড়

advertisement

পুলিশ রাজু দাস নামে এই যুবককে গ্রেফতার। তবে স্থানীয়দের প্রাথমিক ধারণা বৃদ্ধার কানে সোনার দুল ছিল আর এই যুবক নেশা করতেন তাই নেশার টাকা জোগাড় করার জন্যই কানের দুল ছিনতাই করতে আসে এবং বৃদ্ধা বাধা দিতেই ঘটে এই ঘটনা। ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা। ঘটনাস্থল সরজমিনে ঘুরে দেখে এসডিপিও হাবরা প্রসেনজিৎ দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জিয়াউল আলম

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Habra Murder: প্রতিবেশী যুবকের হাতে খুন ৭৫-এর বৃদ্ধা! হাবড়ায় দিনে দুপুরে রক্তারক্তি কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল