প্রথমেই বলা রাখা যাক, হলফনামায় নিজের 'আসল' নাম তিনি জানিয়েছে বিশ্বজিৎ সিনহা। যদিও রাজনীতিতে রাহুল সিনহা নামেই তাঁর পরিচিতি। ২০১৯-২০ আর্থিক বর্ষে রাহুল সিনহার আয় ছিল ৪ লক্ষ ৯১ হাজার ১৯০ টাকা। তাঁর স্ত্রী নিবেদিতা সিনহার আয় ছিল ১৩ লক্ষ ৭ হাজার ৫৭০ টাকা।
advertisement
তবে, হলফনামা জমা দেওয়ার সময় রাহুল সিনহার হাতে নগদ ছিল ৮৮ হাজার ৪৯১ টাকা। তাঁর স্ত্রীর কাছে ছিল ৫৬ হাজার ৭২২ টাকা। গত বছরের আয় যতই হোক, রাহুলের নামে ব্যাঙ্কে ডিপোজিট আছে ৩১ লক্ষ ৪৫ হাজার ৬৭৫ টাকা। তাঁর স্ত্রীর নামে আরও বেশি। ৫৬ লক্ষ ৪ হাজার ৯০১ টাকা।
শেয়ার বাজারেও রাহুলের সিনহার বিনিয়োগ ভালোই। শেয়ারবাজারে তিনি বিনিয়োগ করেছেন ১০ লক্ষ ৫০ হাজার ৪৩ টাকা। আর তাঁর স্ত্রী বিনিয়োগ রয়েছে ১০ লক্ষ ২১ হাজার ২০৩ টাকা।
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন ২০১৮ সালে ৫১ লক্ষ ৩৫ হাজার ১ টাকায় দক্ষিণ কলকাতায় রাহুল সিনহা একটি বাড়ি কিনেছেন। রাহুলের নামে কলকাতার রায়পুর রোডে জমিও আছে। ব্যাঙ্কঋণ না থাকলেও রাহুল সিনহার বাইরে ঋণ আছে ১৫ লক্ষ টাকার। আর তাঁর স্ত্রীর নামে ২০ লক্ষ টাকার। সব মিলিয়ে রাহুল সিনহার অস্থাবর সম্পত্তি আছে ৮৩ লক্ষ ৩৭ হাজার ৯৪২ টাকার। তাঁর স্ত্রীর নামে অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ১৪ লক্ষ ৮৬ হাজার ৪৩৯ টাকার।