সূত্রের খবর অক্ষয়নগর থেকে কালনাগিনী নদীর রেলব্রিজ পেরিয়ে দাদু ও নাতনি পায়ে হেঁটে কাকদ্বীপ স্টেশনে যাচ্ছিলেন। সেই সময় কাকদ্বীপ স্টেশন থেকে একটি ট্রেন ছেড়ে নামখানার দিকে যাচ্ছিল। ট্রেনটি যখন রেলব্রিজের কাছে চলে আসে, তখনই দাদু ও নাতনি ট্রেন দেখতে পান। এরপর তারা কিংকর্তব্যবিমূঢ় হয়ে লাফ দেন ব্রিজের উপর থেকে। রেলব্রিজের উপর থেকে কালনাগিনী নদীতে ঝাঁপ দেওয়ার পর সেই দৃশ্য ট্রেন থেকে ক্যামেরাবন্দি করেছেন যাত্রীরা। উপস্থিত বুদ্ধির জেরে তাঁরা প্রাণে বাঁচেন। নদীতে লাফ মারার পর স্থানীয়রা নদীতে নেমে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমান দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
advertisement
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই সময় নদীতে ঝাঁপ না দিলে দুজনেই নিশ্চিত ট্রেনে কাটা পড়ত। এই ঘটনায় তাদের উপস্থিত বুদ্ধির প্রশংসা করছেন সকলেই। আহতরা এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।