রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এ বছর এই প্রকল্পের সুবিধা প্রাপক পড়ুয়াদের তালিকা পুজোর ছুটি পড়ার আগেই স্কুলের পক্ষ থেকে পোর্টালে আপলোড করা হয়। এবছর ৪১২ জন পড়ুয়ার জন্য ট্যাবের আবেদন করা হয় বলে স্কুল সূত্রে জানা গিয়েছে। কিন্তু স্কুলের ৪১২ জনের মধ্যে ২৮ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকে নি।
advertisement
প্রধান শিক্ষক মিন্টু রায় বলেন, গত ২১ ও ২২ অক্টোবর দু’দিনে ফোন করে স্কুলের ১৭ জন পড়ুয়া জানায় তাদের অ্যাকাউন্টে ট্যাবের জন্য দেওয়া ১০ হাজার টাকা ঢোকেনি। তারপর স্কুলের পক্ষ থেকে গোটা বিষয়টি জানানো হয় স্কুল পরিদর্শক ,অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা), ডিপিওকে। পাশাপাশি জেলা স্কুল পরিদর্শকের পরামর্শ মত পুলিশের সাইবার থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে।
স্কুলের তরফ থেকে ২৮ জন পড়ুয়াকে ব্যাঙ্কে গিয়ে খোঁজ খবর নিতে বলা হয়। ব্যাঙ্কে গিয়ে পড়ুয়ারা জানতে পারে তাদের অ্যাকাউন্টের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে। বেশ কয়েকটি জেলার বিভিন্ন অ্যাকাউন্টে ওই টাকা চলে গিয়েছে। এই ঘটনায় হতাশ হয়ে পড়েছে ট্যাবের জন্য টাকা না পাওয়া ২৮ জন পড়ুয়া। প্রধান শিক্ষকের দাবি, স্কুলের তরফে কোনও গণ্ডগোল নেই। প্রত্যেক পড়ুয়ার ব্যাঙ্কে কেওয়াইসি আপডেট আছে। সুতরাং স্কুলের কোনও ভুল বা ত্রুটি নেই। একাদশ শ্রেণীর পড়ুয়ারা বলছে, এখন জানি না টাকা পাবো কি না। টাকা না মেলায় আমরা ট্যাব কিনতে পারছি না।