যেই সংস্থার কয়লাখনি ছিল সেই সংস্থার তরফে আইনমাফিক পরিবারপিছু ৩০ লাখ টাকা করে ক্ষতিপূর্ণ দেওয়া হবে বলে জানালেন মুখ্যসচিব। সেই সঙ্গে পরিবার পিছু একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ার কথাও জানান তিনি। পাশাপাশি, সরকারের তরফে মৃতদের প্রতিটি পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করবে সরকার ।
আরও পড়ুন: ফের ভয়াবহ বাস দুর্ঘটনা! চালকের ভুলে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৪, আহত বহু
advertisement
ভয়ঙ্কর বিস্ফোরণ বীরভূমের কয়লা খনিতে। কাজ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। ঘটনায় প্রাণ হারিয়েছে ৭ জন শ্রমিক। এছাড়াও আহত হয়েছেন একাধিক। ঘটনা বীরভূমের লোকপুরের ভাদুলিয়া কয়লা খনিতে। সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এই বিস্ফোরণ ঘটে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই আহতদের উদ্ধার কার্য শুরু হয়েছে।
আরও পড়ুন: চিকিৎসা হোক বা ভ্রমণ— কোন দেশের পর্যটক ভারতে সবচেয়ে বেশি আসেন? নাম দেখলে চমকে উঠবেন
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকালে গঙ্গারামচক কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটানো হয়েছিল। কিন্তু ভিতরে শ্রমিকরা যে কাজ করছিলেন, তা খেয়াল ছিল না কারও। আর সেই অসাবধানতা থেকেই শ্রমিকরা চাপা পড়ে যান। পরে ৭ জনের দেহ উদ্ধার হয়। এই ঘটনার পর খনির উচ্চপদস্থ আধিকারিকরা এলাকা ছেড়ে পালিয়েছেন বলে অভিযোগ। এই মুহূর্তে এলাকায় ব্যাপক উত্তেজনা। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। এই কয়লাখনি মূলত ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের কয়লাখনি। তাই সরকারি কয়লাখনিতে কীভাবে এই দুর্ঘটনা ঘটল? বীরভূম জেলা প্রশাসনকে অবিলম্বে রিপোর্টও দিতে বলে নবান্ন।