TRENDING:

Government Job News: আইআইটি খড়গপুরে চাকরির সুবর্ণ সুযোগ, এখনই আবেদন করুন! পাবেন মোটা বেতন

Last Updated:

Government Job News: কর্মী নিয়োগ করবে আইআইটি খড়গপুর। যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন মোটা টাকা। আজই আবেদন করুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: ইলেকট্রিক্যাল কিংবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে আপনার কি ডিপ্লোমা ডিগ্রি রয়েছে অথবা বিটেক করা রয়েছে? তবে আপনার জন্য আইআইটি খড়গপুরে রয়েছে দুর্দান্ত বেতনে চাকরির সুযোগ। অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক একটি প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতের প্রযুক্তিবিদ্যার প্রাচীনতম প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি।
আইআইটি খড়গপুর 
আইআইটি খড়গপুর 
advertisement

সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে এই বিশেষ পদের জন্য, দ্রুত আবেদনটি দেখে ডিপ্লোমা থাকলেই আবেদন জানান। ইতিমধ্যেই আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আরও পড়ুন: প্রেমিকের কাতর আর্তি, ‘ট্রেন লেটের কারণে সব হয়ে গেল ওলটপালট!’, প্রেমিকা হল অন্য কারও, যা ঘটল তমলুকে…

MEGGER INSTRUMENTS INDIA PRIVATE LIMITED(G-2, CTS 431, A-1, Government Industrial Estate, Hindustan Naka, Charkop Road, Kandivali West, Mumbai, Mumbai Suburban, Maharashtra, 400067) এর অর্থপুষ্টে Prototype Development of a Portable DC Hipot Tester Emphasizing Precision High-Voltage DC Generation (40kV-80kV)(PHG) প্রকল্পে কাজের সুযোগ রয়েছে আইআইটিতে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এই বিশেষ প্রকল্পের জন্য একজন কর্মী নিয়োগ করবে আইআইটি। যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক বেতন ৩০ হাজার টাকা।

advertisement

আরও পড়ুন: ১৩ জন ভোটার মৃত না জীবিত? সরকারি সুযোগ-সুবিধার খোঁজ নিতেই শোরগোল আরামবাগে! হলটা কী?

জানা গিয়েছে, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে তিন বছরের ডিপ্লোমা সার্টিফিকেট কিংবা বিটেক ডিগ্রি থাকলে আবেদন জানানো যাবে এই পদের জন্য। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে এই বিশেষ পদের জন্য। সর্বোচ্চ বয়সসীমা ৫০ বছর। মহিলা আবেদনকারী ছাড়া ১০০ টাকা দিয়ে সকলকে আবেদন জানাতে হবে।

advertisement

আবেদন জানার জন্য আপনাকে আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর জন্য থাকতে হবে অভিজ্ঞতা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Government Job News: আইআইটি খড়গপুরে চাকরির সুবর্ণ সুযোগ, এখনই আবেদন করুন! পাবেন মোটা বেতন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল