গত ২৩শে মে অর্থাৎ শুক্রবার সুধাংশু বাবু তার ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে গেলে তিনি দেখেন তার অ্যাকাউন্ট থেকে টাকা উধাও। ব্যাঙ্কের পাস বই আপডেট করে দেখা যায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন ব্যাঙ্ক অনলাইনের মাধ্যমে তাঁর টাকা ট্রান্সফার হয়েছে। অথচ সুধাংশু বাবু কিছুই জানেন না।
advertisement
তড়িঘড়ি হন্যে হয়ে ছুটে যায় ব্যাঙ্ক সেখান থেকে ব্যাঙ্কের ম্যানেজার থানায় লিখিত অভিযোগ জানানোর কথা বলেন। শনিবার ইন্দাস থানা একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ঘটনার পরিপ্রেক্ষিতে। পাশাপাশি অনলাইনে সাইবার ক্রাইমেও বিষয়টি জানানো হয়। টাকা হারিয়ে অসহায় পরিস্থিতি সুধাংশু বাবুর।
তাঁর দাবি প্রশাসন যাতে অতি তৎপরতার সঙ্গে তার টাকা ফিরিয়ে আনতে পারে। এবং যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। যাতে ফ্রডেরা এই ধরনের কাজ করতেও ভয় পায়। সবশেষে বলাই চলে অনলাইন প্রতারণার চক্র যেন দিনের পর দিন বেড়েই চলেছে। যার ফলে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ।