অভিযোগ, সোমবার রাতে মঙ্গল রায় নামে এক ব্যক্তি মদ নিয়ে প্রতিবেশী এক ব্যক্তির বাড়ি যায়। সেখানে গিয়ে বৃদ্ধা ও তাঁর ছেলেকে মদ খাওয়ায়। দীর্ঘ ক্ষণ সেই বাড়িতেই বসে থাকে অভিযুক্ত। বৃদ্ধার বউমা অভিযুক্তকে বাড়ি থেকে চলে যেতে বললেও সে যেতে চায় না। তখন বাধ্য হয়েই মহিলা বাড়ি থেকে বার হন প্রতিবেশীদের ডাকতে।
advertisement
অভিযোগ, বাড়ি থেকে মহিলা বার হতেই অভিযুক্ত বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা করে। বউমা বাড়ি ফিরে প্রথমে শাশুড়িকে দেখতে পাননি। পরে দেখে অভিযুক্ত বাড়ি থেকে বেরিয়ে আসছে, ঘরের বারান্দায় শাশুড়ি নগ্ন অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলে এবং গাছে বেঁধে গণধোলাই দেয়। ঘটনার খবর পেয়ে গোসাবা থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। আশঙ্কাজনক অবস্থায় ওই বৃদ্ধাকে প্রথমে স্থানীয় একটি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে নিয়ে যাওয়া হয় গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে। ক্রমেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় বৃদ্ধার।পুলিশ অভিযুক্তর বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা দায়ের করেছে।