সোমবার থেকে আপ এবং ডাউন দু’দিকেই রাত ৮টা ১৫ মিনিটে ছাড়বে।আগামী সোমবার থেকে আপ এবং ডাউনে মোট ৭২টি মেট্রো পাওয়া যাবে। তার ফলে খুশি যাত্রীরা। বাস, অটো আর ট্যাক্সির চেয়ে দ্রুত কম সময়ে গন্তব্যে পৌঁছতে পারবেন তারা। যদিও দিনের বেশির ভাগ সময় এই রুটে মেট্রোয় যাত্রী হয় না বলেই অভিযোগ।বর্তমানে ২৪ মিনিট অন্তর মেট্রো চলে। এবার থেকে সেটা কমে ২১ মিনিট অন্তর মেট্রো চলাচল করবে বলে জানানো হয়েছে।
advertisement
বর্ষায় ঘরে-বাইরে কিলবিল করছে সাপ? দরজার সামনে ছিটিয়ে দিন এই ‘গুঁড়ো’! সুরক্ষিত থাকবে পরিবার ও সন্তান!
মাঝেরহাটের দিক থেকে সকাল ৭টা ৫৭ মিনিটে এবং জোকার দিক থেকে সকাল ৮টায় দিনের প্রথম মেট্রো ছাড়বে। এক্ষেত্রে সময়ের কোনও বদল হচ্ছে না। শেষ মেট্রো জোকা থেকে ছাড়বে রাত ৮টা ১৫ মিনিট নাগাদ। এতদিন পর্যন্ত এই লাইনের শেষ মেট্রো ছাড়ত রাত ৮টা নাগাদ। মাঝেরহাট থেকে রাত ৮টা ১৫ মিনিট নাগাদ ছাড়বে। যা এতদিন রাত ৮টা নাগাদ ছাড়ত। তবে শনিবার এবং রবিবার পুরনো নিয়ম অনুযায়ী মেট্রো বন্ধ থাকবে এই পার্পল লাইনে।
জোকা বা বিষ্ণুপুর এই অংশে প্রচুর মানুষ আছেন যারা মেট্রো ধরে দ্রুত মাঝেরহাট চলে আসবেন। সেখান থেকে ট্রেনে চেপে শিয়ালদহ বা বালিগঞ্জ বা অন্যত্র যেতে পারবেন।এই অংশে মেট্রোর যাতায়াতকারী অর্চিতা মুখার্জি জানাচ্ছেন, মেট্রোয় যাতায়াত সব সময়েই সহজ। সময় মতো যাত্রীদের চাহিদা বুঝে চালালে মানুষের সুবিধা হবে। অপর যাত্রী নির্মাল্য বসু জানিয়েছেন, রাতের দিকে মেট্রো বাড়ার ফলে সুবিধা হবে।