ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত মুর্শিদাবাদের জলঙ্গীর ফরজীপাড়া-১ নম্বর বিওপি পয়েন্টে এমনই এক ঘটনা ঘটেছে। বিএসএফ সুত্রে জানা গিয়েছে, আটক হওয়া যুবকের নাম, মেহেবুব হোসেন (২০) জলঙ্গীর ঘোষপাড়ার মুরাদপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে। পেশায় চাষী।
আরও পড়ুন: Acid Attack: নৃশংস! মায়ের মুখে অ্যাসিড ছুঁড়ল বাবা, শাস্তি চাই, বিস্ফোরক মেয়ে
advertisement
জানা যায়, সীমান্তবর্তী এলাকায় মেহেবুব হোসেনের চাষের জমি ছিল। সেই মতো তিনি অন্যান্য দিনের মতোই সাইকেলে চেপে নিজের জমিতে চাষ করার উদ্দেশ্যে এদিন রওনা দিয়েছিলেন মেহেবুব। কিন্তু জমিতে না গিয়ে বাংলাদেশের পাচারকারীর কাছ থেকে সোনা নিয়ে সাইকেলের হ্যান্ডেলের ভিতরে সেই সোনা মুর্শিদাবাদের মধ্যে প্রবেশ করেছিল যুবক।
কিন্তু নির্দিষ্ট পয়েন্টে আসার পরে বিএসএফ পক্ষ থেকে চেকিং করতে গেলে সন্দেহ তৈরি হয়। তখনই সেই হ্যান্ডেলের ভেতর থেকে কালো ব্ল্যাক টেপের মধ্যে জড়ানো ২৩২ গ্রাম সোনা উদ্ধার হয় বিএসএফ সূত্রের খবর। সোনার আনুমানিক দাম প্রায় ১৫লক্ষ টাকা।
তবে, এই ঘটনা শুধু প্রথম নয়, এর আগেও বিএসএফ উদ্ধার করেছে অভিনব পদ্ধতিতে সোনা পাচার। সাইকেলের টিউবের মধ্যে সোনা ও চাঁদি উদ্ধার করেছিল এই জলঙ্গি সীমান্ত থেকেই। তবে সাইকেলের হ্যান্ডেলের মধ্যে থেকে এই সোনা উদ্ধারের পর রীতিমতো আটো সাটো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিএসএফ।
কৌশিক অধিকারী