সংস্থার অভিযোগ ছিল মোট ১৫ কেজি সোনা লুঠ হয়েছে। রানাঘাট পুলিশ জেলার ক্রাইম সেল ও চাকদহ থানার যৌথ অভিযানে উদ্ধার হল সামগ্রী। ব্যাঙ্কের সেলস ম্যানেজার সহ এখনও পর্যন্ত গ্রেফতার মোট ৫ জন।
আরও পড়ুনঃ ছুটতে হবে না গুজরাত! এবার বাংলার বুকেই হাটকেশ্বর মহাদেব মন্দির, কোথায় তৈরি হচ্ছে?
advertisement
গত ১৯ অগাস্ট ভর সন্ধ্যায় নদিয়ার চাকদহ বাসস্ট্যান্ডের কাছে একটি বেসরকারি স্বর্ণ ঋণদাতা সংস্থার শাখায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে দুই দুষ্কৃতী প্রায় ১৫ কেজি সোনার গয়না নিয়ে চম্পট দেয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নামে পুলিশ। রানাঘাট পুলিশ জেলার ক্রাইম সেল ও চাকদহ থানার যৌথ অভিযানে প্রথমে ৩ জনকে গ্রেফতার করা হয়।
পরে ওড়িশার পুরী থেকে ব্যাঙ্কের সেলস ম্যানেজার ও একজন কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে নতুন করে ৩ কেজি ১১০ গ্রাম লুঠ হওয়া সোনার গয়না উদ্ধার হল। সেই সঙ্গেই উদ্ধার হয় আরও একটি আগ্নেয়াস্ত্র।