মেয়ের পরিবারের অভিযোগ ৩ বছর ধরে সায়ন সেখ নামে এক যুবকের সঙ্গে ওই নাবালিকার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ছেলে বিয়ে করতে অস্বীকার করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা (Suicide) করে ওই নাবালিকা। তবে আত্মহত্যার আগে সমস্ত ঘটনা মোবাইলে ভিডিও রেকর্ডিং করে বলে যায় সে। হাত কেটে প্রেমিকের নামও লিখে রাখে। সেখানেই সে বলে যায় তাঁর সঙ্গে কী অবিচার ( Crime against women) হয়েছে৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন শারীরিক সম্পর্ক (physical relationship) ছিল তাদের৷ খবর পেয়ে ঘটনাস্থলে জলঙ্গি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সুপার কে শাবেরী রাজকুমার বলেন, অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চলছে। ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
আরও পড়ুন - সুন্দরী Monalisa-র দুঃখ অনেক, মাত্র ১১ বছরেই শরীরে মিলেছিল নোংরা ছোঁওয়া, হয়েছিল Sexual abuse
কাজের সূত্রে বছর তিনেক আগে বাবা মায়ের সাথে দিল্লি গিয়ে এলাকার যুবক সায়ন সেখের সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয় ওই নাবালিকার। ৩ বছর ধরে ওই যুবকের সঙ্গে সম্পর্ক ছিল। দু' মাস আগে আবার জলঙ্গীতে ফিরে আসে তারা। এরপরেই ওই যুবকের সঙ্গে বিয়ে করার দাবি করে ওই কিশোরী। অভিযোগ যুবকের পরিবার বিয়ের প্রস্তাব মেনে নিতে পারেনি। বিয়েতে আপত্তি করায় থানায় গিয়ে অভিযোগ দায়ের করে ওই যুবকের নামে। বাবা সুন্নাত সেখ বলেন, ‘‘দিল্লিতে গিয়ে ওদের দু'জনের পরিচয় হয়। প্রায় তিন বছরের সম্পর্ক। আমি কোনো বাধা দিইনি। আমার মেয়েকে ও বিয়ে করবে বলে কথা দিয়েছিল। কিন্তু বাড়ি ফিরে এসে বিয়ে করতে অরাজি হয়। ওদের বাড়ি গেলেও আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছিল ওর পরিবারের লোকেরা। এরপরেই মেয়ে ভেঙে পড়ে। আমি ওদের বুঝিয়ে ছিলাম আলোচনা করে মীমাংসা করা হবে। কিন্তু তাতেও ওই যুবক রাজি হয়নি।’’
আরও পড়ুন - Explained: মিষ্টি খেলেই কি Diabetes রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে? এক ক্লিকেই ধারণা হবে পরিষ্কার
তিনি আরও বলেন, ‘‘আমার মেয়ের সঙ্গে ওর ছবি, ভিডিও সবকিছু রয়েছে। তারপরেও যে আমার মেয়ে এইভাবে নিজের জীবন শেষ করে দেবে তা বুঝতে পারিনি। অভিযুক্ত ওই যুবক ও তার পরিবারের যেন কঠোর শাস্তি হোক। আমি পুলিশের কাছে সেই দাবি জানাচ্ছি।’’
Pranab Kumar Banerjee