প্রতিবছর বন্যার সময় বানভাসী হয় ঘাটালবাসী। ঝুমি, শিলাবতি এবং কংসাবতী নদীর জল বাড়লে ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। ভেঙে যায় একের পর এক মাটির বাড়ি। বেশ কিছু জায়গায় বাড়ির একতলা পর্যন্ত জলমগ্ন হয়ে থাকে। রাস্তার উপর থাকে এক মানুষ সমান জল। তবে এর থেকে নিস্তার পেতে ঘাটালের মানুষজন চায় ঘাটাল মাস্টারপ্ল্যান।
advertisement
আরও পড়ুন : জীবন যন্ত্রণার রেলগেট! ভোটের আগে ফের ওভারব্রিজ নির্মাণের দাবি
দিন কয়েক পরেই নির্বাচন। লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্রে দুই প্রার্থী অভিনেতা দেব ও অভিনেতা হিরণ। স্বাভাবিকভাবে জোর টক্কর হতে চলেছে দুই দলের মধ্যে। দুই দলের প্রার্থীর মুখে মাস্টার প্ল্যান এর প্রসঙ্গ। ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে কাজ শুরু আবেদন জানানো হয়েছে। দিনকয়েক আগেই ঘাটালে রোড শো করতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গিয়েছে ঘাটাল মাস্টারপ্ল্যান এর কথা।
তবে ভোটের আগে সাধারণ মানুষের দাবি,দ্রুত বাস্তবায়িত হোক ঘাটাল মাস্টারপ্ল্যান। যেখানে নদীর ড্রেজিং, নিয়মিত পরিষ্কার এবং বন্যা থেকে ঘাটালকে বাঁচাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যার ফলে বন্যার সময় দীর্ঘ জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সামনেই নির্বাচন এবং নির্বাচনের পরেই বর্ষাকাল। আদৌ কি সুরাহা জুটবে ঘাটালবাসীর? সুরাহা পেতে ভোটেই জবাব দেবে সাধারণ মানুষ, এমনই কানাঘুষা সাধারণের অন্দরে।
রঞ্জন চন্দ





