করোনা মোকাবিলায় লকডাউন চলছে দেশ জুড়ে। মানুষকে গৃহবন্দি করার লক্ষ্যেই রাজ্য কেন্দ্রের এই ঘোষণা। লোক ডাউনেও হুঁশ ফেরেনি মানুষের তাই শক্ত হাতে মোকাবেলা করতে হচ্ছে রাজ্য পুলিশকে।
কোথাও লাঠি পিটিয়ে ঘরে ঢুকাতে হচ্ছে, কোথাও আবার কানে ধরে উঠবোস এর ছবি আমরা দেখাচ্ছি আমাদের টিভির পর্দায়। একইভাবে ঘাটাল থানার যুবকদের এক জায়গায় জমায়েত হয়ে গল্পগুজব করার জন্য শাস্তি হিসাবে ব্যাঙের মতো লাফ দেওয়া করানো হলো। ঘাটাল পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কয়েকজন যুবক বসে গল্প করছিলেন খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ যুবকদের ঘিরে ধরে । লকডাউন থাকা সত্ত্বেও বাড়ির বাইরে বেরিয়ে এইভাবে গল্পগুজব করার জন্য সাজা হিসেবে ব্যাঙের মতো লাফ দেওয়া করানো হয়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2020 6:29 PM IST