TRENDING:

ঘরে-বাইরে থইথই করছে জল! উড়েছে রাতের ঘুম, ঘাটালবাসীর জল যন্ত্রণা চোখে দেখা দায়

Last Updated:

দুশ্চিন্তার কালো মেঘ যেন সরছে না ঘাটালবাসীর মাথার উপর থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তীঃ প্রতিদিন বৃষ্টি হচ্ছে। দুশ্চিন্তায় রাতের ঘুম উড়েছে ঘাটালবাসীর। পশ্চিম মেদিনীপুরের এই এলাকায় প্রতি বছরই একই চিত্র ফিরে ফিরে আসে। বানভাসী এলাকার মানুষের বাড়ছে দুর্ভোগ। শিলাবতী নদীর জলস্তর কমতে শুরু করলেও এখনও দুর্ভোগ পিছু ছাড়ছে না ঘাটালবাসীর। জল কমছে খুবই ধীর গতিতে। তার মাঝে আবারও শুরু হয়েছে বৃষ্টি। যার ফলে দুশ্চিন্তার কালো মেঘ যেন সরছে না ঘাটালবাসীর মাথার উপর থেকে।
এখনও প্লাবিত ঘাটালের  বেশকিছু এলাকা।
এখনও প্লাবিত ঘাটালের বেশকিছু এলাকা।
advertisement

ঘাটাল পৌরসভার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১৩টি ওয়ার্ড প্লাবিত রয়েছে। ঘাটাল ব্লকে ১২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১০টি গ্রাম পঞ্চায়েত এলাকা জলের তলায়। ডুবে রয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি। নৌকো, ডিঙি চড়ে স্থানীয় মানুষজন পারাপার করছেন। প্রায় এক মাস ধরে এই জল যন্ত্রণা ভোগ করছে ঘাটালের লক্ষাধিক মানুষ। আরও কতদিন যে এই দুর্ভোগ সহ্য করতে হবে তা নিয়ে চরম দুশ্চিন্তায় তাঁরা।

advertisement

আরও পড়ুনঃ জলমগ্ন ঘাটাল! মাস্টার প্ল্যানের কাজ কবে শেষ হবে? জানিয়ে দিলেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে কাঁথিতে নতুন চমক! 'এই' ক্লাবে পাঁচ দিন ধরে কালীপুজো
আরও দেখুন

ঘাটালের মহকুমা শাসকের অফিসে ঘাটাল মাস্টার প্ল্যান ও ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে দিন কয়েক আগে একটি জরুরি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস ভূঁইয়া, জেলাশাসক খুরশেদ আলী কাদরী, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার-সহ সেচ দফতরের একাধিক আধিকারিক। বৈঠকে রাজ্যের সেচমন্ত্রী মানস বলেন, ইতিমধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই শেষ হবে। প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। জরুরি পরিষেবার জন্য খোলা হয়েছে মেডিকেল ক্যাম্প, বিভিন্ন জায়গায় রয়েছে একাধিক স্পিডবোট, পৌঁছে দেওয়া হচ্ছে রান্না করা খাবার। এছাড়া শুকনো খাবারও পৌঁছে দেওয়া হচ্ছে। সম্পূর্ণ পরিস্থিতির উপর নজর রেখেছে প্রশাসন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঘরে-বাইরে থইথই করছে জল! উড়েছে রাতের ঘুম, ঘাটালবাসীর জল যন্ত্রণা চোখে দেখা দায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল