কোথাও এক কোমর, কোথাও আবার হাঁটু সমান জল। সেই পেরিয়েই চলছে যাতায়াত। এদিকে দুর্গাপুজো আসন্ন। ফলে সবমিলিয়ে চিন্তায় পড়েছেন এলাকার ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুনঃ দিঘার নতুন আকর্ষণ গণপতি বাপ্পা! চোখ ধাঁধানো ছবিগুলো দেখুন
চন্দ্রকোনার কেঠিয়া নদীর জলস্তর কমলেও ঘাটালে এখনও প্লাবিত ঘাটাল পৌরসভার ১২টি ওয়ার্ড সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। এখনও জলে ডুবে রয়েছে বহু রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিঘে কৃষিজমি। ফলে সব মিলিয়ে দুর্গাপুজোর আগে দুশ্চিন্তায় রয়েছে ঘাটালবাসী।
advertisement
প্রসঙ্গত, প্রত্যেক বছর বর্ষা আসলেই ঘাটালে জল থইথই পরিস্থিতি তৈরি হয়। মানুষের জীবনযাত্রার স্বাভাবিক ছন্দ ব্যাহত হয়। চলতি বছরও এর অন্যথা হয়নি। তবে এখন আস্তে আস্তে বন্যার জল কমছে। যদিও ঘাটাল পৌর এলাকা সহ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত। ফলে দুর্গাপুজোর আগে বেশ চিন্তাতেই রয়েছেন এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।