স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ঘাটালের কুশপাতা এলাকায় ভাড়ায় থাকতেন এই গৃহবধূ। প্রথম থেকেই তিনি কানে শুনতে পান না। ঘটনার দিন, শুক্রবার সকালে তাঁর স্বামী বাজারে গিয়েছিলেন। এদিকে অনেকদিন সেই সুযোগে পাশেই ভাড়ায় থাকতেন কয়েকজন যুবক। তারাই একলা গৃহবধূকে পেয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ।
এখানেই শেষ না। গৃহবধূর গায়ে সিগারেটের ছ্যাঁকাও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ রাতেই কুশপাতা থেকে ওই তিন যুবককে গ্রেফতার করেছে। আজ ধৃতদের তোলা হবে ঘাটাল আদালতে।
advertisement
অন্যদিকে এদিন কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ হাসপাতালে ল্যাব (এম টি প্যাথলজি) টেকনিশিয়ানের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে৷ এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । এই ঘটনায় প্রিন্সিপালের কাছে লিখিত অভিযোগ করেছে ওই ছাত্রী। অভিযোগ, কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ হাসপাতালে ল্যাব এম টি প্যাথলজি টেকনিশিয়ানের বিরুদ্ধে ছাত্রীদের গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠেছে । ছাত্রীর অভিযোগ তিনি জোর করে ছাত্রীদের হাত ধরেন৷ প্রতিবাদ করায় মারধর করা হয়েছে । এই ঘটনা নিয়ে তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রিন্সিপাল ডাক্তার নির্মল কুমার মণ্ডল। এ বিষয়ে এর থেকে বেশি আর মুখ খুলতে চাননি অভিযুক্ত।