মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে বন্যা দুর্গত ২৭০০ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেয় পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। পুজোর মুখে সেই বস্ত্র বিতরণ ঘিরে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। বন্যা দুর্গত মানুষদের মধ্যে ধাক্কাধাক্কিও হয় বলে খবর।
আরও পড়ুনঃ ফ্রি-তে পছন্দের জামাকাপড়! পুজোর আবহে হাওড়ায় বিনা পয়সায় পোশাক হাট! উপচে পড়ছে ভিড়
advertisement
এদিনের বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ জেলা মহকুমা ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। তাঁদের উপস্থিতিতে দুর্গাপুজোকে সামনে রেখে ঘাটালে বন্যা দুর্গত মানুষদের বস্ত্র বিতরণ করা হল।
প্রসঙ্গত, চলতি বছর ঘাটালে একাধিকবার বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছিল। ব্যাহত হয়েছিল স্বাভাবিক জনজীবন। পুজোর আবহেও রাজ্যে বৃষ্টির সিলসিলা চলছে। এই আবহে ঘাটালের বন্যা দুর্গত মানুষদের বস্ত্র বিতরণ করল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। এর ফলে বহু মানুষের মুখে হাসি ফুটবে বলে মনে করা হচ্ছে।