TRENDING:

মাত্র দুটো আম খেল ভেড়া, আর তার খেসারত হিসেবে ভেড়ার মালিককে যা দিতে হল...

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বহরমপুর: শক্তিপুর থানার শক্তিপুর বাজারপাড়া এলাকায় মাঠ থেকে ফিরছিল এক পাল ভেড়া! রাস্তার ধারে রাখা ছিল স্থানীয় আরেক বাসিন্দা কালু শেখের আমের ঝাঁকা! তা, ওই ভেড়ার দলের মধ্যে দুটো ভেড়ার, আমের গন্ধে বোধহয় খিদে চাগাড় দিয়ে উঠেছিল! লোভ সামলাতে পারেনি! কালু শেখ কিছু বুঝে ওঠার আগেই ঝাঁকি থেকে দিল সাবাড় করে দুটো আম!
advertisement

ব্যস! ভেড়ার মালিক আর আমের মালিকের মধ্যে শুরু হয়ে গেল লঙ্কাকাণ্ড-- কথা কাটাকাটি, তর্কতর্কি থেকে হাতাহাতি ! ঘটনার কথা জানিয়ে শক্তিপুর থানায় অভিযোগও দায়ের করেন কালু শেখ! তারপরই ভেড়ার মালিক বাবলু ঘোষ ও তাঁর ভাইপো উৎপল ঘোষের নামে সমন জারি করে আদালত। কাকা–ভাইপো জামিনের আবেদন জানালে তা মঞ্জুরও হয়। তবে দুটি আমের জন্য খেসারত হিসেবে বাবলুবাবুকে যা দিতে হল, তাতে নিশ্চয়ই ওই ভেড়া দুটোকে আর কোনওদিন তিনি ক্ষমা করতে পারবেন না!

advertisement

কিন্তু কী এমন দিতে হয়েছিল? তবে শুনুন! বহরমপুর আদালতের সিজেএম-এর এজলাসে আত্মসমর্পণ করে জামিন তো পেয়ে গেলেন কাকা-ভাইপো, কিন্তু মাত্র দুটো আমের ক্ষতিপূরণ হিসেবে দিতে হল কড়কড়ে কুড়ি হাজার টাকা। আর সেই শোকে ভেড়া পোষাই ছেড়ে দেওয়ার কথা ভাবছেন বাবলুবাবু!

সেরা ভিডিও

আরও দেখুন
দীপাবলির পরেই শুরু হয় ভৈলিনি-দেওসি! কীভাবে এই উৎসব পালন করে জানেন?
আরও দেখুন

আরও পড়ুন-লালগড়ে তাণ্ডবলীলা চালাচ্ছে দলমার ৫০ দামাল !

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাত্র দুটো আম খেল ভেড়া, আর তার খেসারত হিসেবে ভেড়ার মালিককে যা দিতে হল...