এদিন বর্ধমান স্টেশন বাজারে সকাল থেকেই ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে। বর্ধমানের রানিগঞ্জ বাজার, আলমগঞ্জ বাজার সহ সব বাজারেই থিকথিকে ভিড় ছিল। শারীরিক দূরত্ব বজায় থাকছে না। মাস্কও থাকছে না অনেকের মুখে। আগামিকাল বর্ধমান শহরে বন্ধ থাকবে সব্জি ও মাছের বাজার।
আরও পড়ুন- মন্দির খোলা নিয়ম মেনে, কিন্তু তারাপীঠে আগতদের জন্য বড় খবর! না জেনে যাবেন না...
advertisement
তাই রবিবার সকাল থেকেই শহরের বাজারগুলিতে ভিড় বেড়েছে। তাতে শারীরিক দূরত্ব বিধি বজায় ছিল না। মাস্ক ছিল না ক্রেতা বিক্রেতা অনেকের মুখেই। বর্ধমান স্টেশন সংলগ্ন সব্জি বাজারে দেখা গেল উপচে পড়া ভিড়।
স্টেশন বাজার কমিটির তরফ থেকে ব্যানার লাগানো হয়েছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে, মাস্ক ছাড়া বাজারে প্রবেশ করবেন না। ক্রেতা ও বিক্রেতা উভয়েরই মাস্ক পরা বাধ্যতামূলক। পারস্পরিক দূরত্ব বজায় রাখুন। কিন্তু ভিড়ের মধ্যেই চলছে সব্জির কেনাবেচা।
পুরসভা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রচার চলছে নিরন্তর। তবুও মাস্ক ব্যবহারে অনীহা রয়েছে অনেকেরই মধ্যেই। অনেকের মুখে মাস্ক নেই। আবার অনেকের মাস্ক থুতনিতে ঝুলছে। দূরত্ববিধি মানার কোনও বালাই নেই বাজারের ক্রেতা থেকে বিক্রেতাদের মধ্যে।
আরও পড়ুন- 'ব্যাঙ্কে যাচ্ছি', আর ফিরল না ৩ স্কুল ছাত্রী! চাকদহজুড়ে এখন উধাও-রহস্য-আতঙ্ক
একই রকম ভিড় লক্ষ্য করা গিয়েছে পুলিশ লাইন বাজার, নীলপুর বাজার বা বীরহাটা নতুন বাজারেও। সব মিলিয়ে রবিবারের সবজি বা মাছ বাজারের ভিড় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। এই ভিড় চলতে থাকলে করোনার সংক্রমণে লাগাম টানা অসম্ভব হয়ে দাঁড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, পজিটিভদের অনেকেই উপসর্গহীন। তাই অনেকেই নিজেদের অজান্তেই রোগ ছড়াচ্ছেন। তাই সকলের সাবধান থাকা বিশেষ প্রয়োজন।