আরও পড়ুন: মতুয়া উন্নয়নে বড় ঘোষণা মমতার! মতুয়া সংঘ বিকাশ পর্ষদ ও বিশ্ববিদ্যালয়
সকাল সোয়া ছটা ছ নম্বর জাতীয় সড়ক ধরে হলদিয়া থেকে কল্যাণী যাচ্ছিল গ্যাস ট্যাঙ্কার। হাওড়ার রানিহাটির কাছে দুর্ঘটনা।
রিকনস
-- ডিভাইডারে ধাক্কা খেয়ে উলটে যায় গ্যাস ভরতি ট্যাঙ্কার
-- ট্যাঙ্কারটি সরানোর চেষ্টা করার সময় একটি নব খুলে গ্যাস বেরোতে শুরু করে
advertisement
খবর ছড়িয়ে পড়তে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকলের দুটি ইনজিন। ছ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। এলাকার বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। সাধারণ মানুষকে সতর্ক করে পুলিশ। আগুন জ্বালানো, ধূমপানে নিষেধ করা হয়। ভয়ে দরজা, জানলা বন্ধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: WhatsApp : পুলিশি অভিযানে গ্রেফতার দেশবিরোধী চক্রান্তে যুক্ত অ্যাডমিন
ঘটনাস্থলে যান ইন্ডিয়ান অয়েল ও ভারত পেট্রোলিয়ামের আধিকারিকরা। ট্যাঙ্কার মেরামতির পর গ্যাস বেরনো বন্ধ হয়।
আরও পড়ুন: খোদ কলকাতায় একাধিক পাম্পে পেট্রোল-ডিজেলে ৪০ টাকা ছাড়! জেনে নিন কোথায়?
গ্যাস লিকের জেরে ছ নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। ঘণ্টা তিনেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ধীরে ধীরে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।