পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁচকাহানিয়া গ্রামের বছর পনেরোর নাবালিকাকে গত কয়েক মাস ধরে তার সরলতার সুযোগ নিয়ে ফুঁসলিয়ে গ্রামের পাঁচ ব্যক্তি ধর্ষণ করে। কিছুদিন আগে ওই নাবালিকা শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসককে দেখাতে গেলে মেয়েটি চার মাসের অন্তঃসত্ত্বা বলে চিকিৎসক জানান।
আরও পড়ুন: মিজোরামে বসে বাংলার জন্য নতুন স্ট্র্যাটেজি দিলীপ ঘোষের, তুমুল শোরগোল দলেরই অন্দরে
advertisement
এরপর পুরো বিষয়টি পরিবারের লোকজন জানতে পারে। গোপীবল্লভপুর থানায় ওই গ্রামের পাঁচ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে পরিবারের লোকজন। অভিযোগের ভিত্তিতে পুলিশ চার জনকে গ্রেফতার করে এদিন আদালতে তোলে। পুলিশ জানিয়েছে অভিযুক্তরা হল লিডো সিং,রাধা সিং,সুরেশ বারিক ও খোকন সিং।
আরও পড়ুন: এবার দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টি, হাওয়া অফিসের পূর্বাভাসে বিশেষ সতর্কতা! জানুন...
বিচারক চারজনকে এক দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আগামিকাল তাদের পুনরায় এডিজি টু-তে তোলা হবে। আগামিকাল পক্সো কোর্টে তোলা হলে পুলিশ তাদের হেপাজতে নেওয়ার আবেদন করবে। এই ঘটনায় এক অভিযুক্তের এখনও খোঁজ করছে পুলিশ।
