তবে ক্যানিং থেকে আসা ছোট্ট গোপাল পুণ্য লাভের আশায় নয়, সে এসেছে তাঁর পেটের জ্বালায়। দক্ষিণ ২৪ পরগনা ক্যানিংয়ের ছোট্ট নাবালক গোপালের সংসার চালানোর মতো পরিবারে কেউ নেই। দিদার কাছে ছোট্ট থেকে মানুষ। যখন দূরদূরান্ত থেকে তীর্থযাত্রীরা তীর্থ করবার জন্য বা পুণ্য অর্জনের জন্য মকর সংক্রান্তির দিনে গঙ্গাসাগরের বুকে ডুব দেন, তখন তাদের হাতে একটি বা দুটি টাকা দিয়ে গঙ্গার বুকে ছুঁড়ে দেয়, সংসারে একটু স্বচ্ছলতা ফেরাতে সেই সব টাকা চুম্বকের মাধ্যমে ছোট্ট নাবালক গোপাল তুলে নিচ্ছে।
advertisement
আরও পড়ুন : আকর্ষণীয় পর্যটনকেন্দ্র, কোচবিহারে কয়েকশো বছরের মন্দিরের টানে প্রতি বছর ছুটে আসেন বহু অসমবাসী
সে কেবল পেটের ক্ষুধা নিবারণের জন্য ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করে একা একা গঙ্গাসাগরে পাড়ি দিয়েছে। শুধু গোপাল নয়, রয়েছে অমর-সহ আরও অনেক নাবালক বা যুবক। শুধু গঙ্গাসাগর নয় বিভিন্ন প্রান্তে যেখানে বড় বড় এই ধরনের ধর্মানুষ্ঠান হয় সেখানে পৌঁছে যান তাঁরা।