স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্রীরামপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ড শীতলাতলার বাসিন্দা নিসা রায় (১৭), অঞ্জলি মাহাত (১২) ও রোহন প্রসাদ (১৬) এদিন দুপুরে গঙ্গায় স্নান করতে নামে। সুরকি ঘাটে নেমেই জোয়ারের টানে ভেসে যেতে শুরু করে দুই কিশোরী। তাঁদের উদ্ধার করতে ছুটে আসে রোহন, কিন্তু শেষরক্ষা হয়নি। তিনজনেই তলিয়ে যায় গঙ্গার গহ্বরে।
advertisement
ভারী ব্যাগ নিয়ে ট্রেনে উঠছিলেন, RPF এসে বলল ‘ব্যাগে কী?’ মহিলার উত্তর, ‘পারসোনাল’… তার পর যা হল!
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় শ্রীরামপুর থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতর। শুরু হয়েছে স্পিডবোটে তল্লাশি। কিন্তু দীর্ঘক্ষণ কেটে গেলেও নিখোঁজদের কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি।
স্থানীয় কাউন্সিলর শান্তনু গাঙ্গুলী জানান, ‘‘তিনজন স্নান করতে নেমেছিল। জোয়ারের টানে দুই নাবালিকাকে তলিয়ে যেতে দেখে ঝাঁপিয়ে পড়ে রোহন। ওদের বাঁচাতে গিয়েই রোহন নিজেও গঙ্গায় তলিয়ে যায়।’’
রোহনের বাবা রাম প্রসাদ জানান, ছেলে ঘাটের ধারে বসে ছিল। স্নান করতে নামেনি। কিন্তু বিপদে দেখে বন্ধুদের বাঁচাতে গঙ্গায় ঝাঁপ দেয় সে। তারপর থেকেই নিখোঁজ রোহন। গোটা এলাকায় শোকের ছায়া। পরিবারের লোকেরা আতঙ্ক ও উদ্বেগে ভেঙে পড়েছেন। এখনও চলছে উদ্ধারকাজ।