আজ কোজাগরী লক্ষ্মীপুজো। লক্ষীপুজায় ফলের দাম যতই আগুন হোক না কেন কিনতেই হবে। তাই সকাল সকাল বাজারে মানুষের ভিড়। পুজো বলে কথা, দাম বাড়লেও চাহিদায় ঘাটতি পড়েনি। একদিকে টানা বৃষ্টি অন্যদিকে লক্ষ্মীপুজো – এই দুই কারণে ফল এবং সবজি বাজারে আগুন ছুটছে। সমস্ত জিনিসেরই দাম বেড়েছে। বিষ্ণুপুরের চকবাজারে ডাবের দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা যা বেড়ে হয়েছে ৮০ থেকে ১০০ টাকা। পেয়ারা ছিল ৮০ টাকা এখন হয়েছে ১২০ টাকা। কমলালেবু ছিল ১০০ টাকা এখন ১৫০ টাকা। বেদানার দম ২০০ টাকা কেজি।
advertisement
লক্ষ্মীপুজোয় বাজারে ফলের আগুন দাম
শাখ আলু এবং পানিফল ১০০ টাকা প্রতি কেজি। শসা ৫০ টাকা প্রতি কেজি। অর্থাৎ সমস্ত সবজির দাম অত্যাধিক হারে বেড়েছে। অন্যদিকে দাম বেড়েছে সমস্ত সবজিরও ফুলকপি ৮০ টাকা বাঁধাকপি ৫০ টাকা, মুলো ৪০ টাকা, লঙ্কা ১০০ টাকা, বেগুন প্রতি কেজি ৬০ টাকা। সমস্ত সবজির দাম পাঁচ টাকা থেকে দশ টাকা করে বেড়েছে প্রতি কেজিতে।
লক্ষ্মীপুজো উপলক্ষে বেড়েছে ফুলের দাম
স্বাভাবিকভাবেই ফল, ফুল এবং সবজির দাম বাড়ায় সমস্যায় পড়েছেন মধ্যবিত্ত পরিবারগুলো। তবুও লক্ষীপুজোয় বাজার খালি নয়। পুজোর দিন সকাল সকাল তাই ভিড় জমেছে বাজারে বাজারে।