TRENDING:

মুকুল নন, পঞ্চায়েত থেকে লোকসভা নির্বাচন পরিচালনা করবেন দিলীপ ঘোষ: কৈলাশ বিজয়বর্গী

Last Updated:

মুকুল রায় নন, পঞ্চায়েত থেকে লোকসভা নির্বাচন পরিচালনা করবেন বতর্মান রাজ্য সম্পাদক দিলীপ ঘোষ। আজ পুরুলিয়ায় ভারতীয় জনতা যুব মোর্চার সভায়, মুকুলকে পাশে বসিয়ে এ'কথা স্পষ্ট জানালেন বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুরুলিয়া: মুকুল রায় নন, পঞ্চায়েত থেকে লোকসভা নির্বাচন পরিচালনা করবেন বতর্মান রাজ্য সম্পাদক দিলীপ ঘোষ। আজ পুরুলিয়ায় ভারতীয় জনতা যুব মোর্চার সভায়, মুকুলকে পাশে বসিয়ে এ'কথা স্পষ্ট জানালেন বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাশ বিজয়বর্গী। পঞ্চায়েত নির্বাচনের ফর্ম ভরা হোক অনলাইনে, এমন দাবীও তোলেন কৈলাশ। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের আক্রমণ কীভাবে ঠেকানো সম্ভব? সেই সমাধান বের করতেই এদিন পুরুলিয়ায় সমবেত হন বিজেপি যুব মোর্চার রাজ্য নেতৃত্ব।
advertisement

কৈলাশ বিজয়বর্গী ঘোষণা করেন, '' পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সঙ্গে এবার আমরা লড়াইয়ে নামব।'' তাঁর আশঙ্কা, তৃণমূল তাদের মনোনয়ন পত্র জমা দিতে দেবে না। তাই নির্বাচন কমিশনের কাছে অনলাইন মনোনয়ন পত্র জমা দেওয়ার দাবি জানাবেন তারা।

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও প্রকাশ্যে আক্রমণ করেন কৈলাশ! বলেন, ''মমতা নিজে প্রধানমন্ত্রী ও অভিষেককে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে দেখার স্বপ্ন দেখছেন। কিন্তু সেই স্বপ্ন কখনও পূরণ হবে না।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্যদিকে মুকুল রায়ের অভিযোগ, রাজ্যে এখন পুলিশি রাজ চলছে, সিদ্ধার্থ শঙ্কর রায়ের জমানাকেও ছা্ড়িয়ে গিয়েছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মুকুল নন, পঞ্চায়েত থেকে লোকসভা নির্বাচন পরিচালনা করবেন দিলীপ ঘোষ: কৈলাশ বিজয়বর্গী