শনিবার ভোরবেলা বাজার খুলতেই বিষয়টি নজরে আসে ব্যবসায়ীদের। ঘটনাস্থলে আসে রাণাঘাট থানার পুলিশ, রাণাঘাট পুরসভার চেয়ারম্যান ও স্থানীয় আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান।
নববর্ষ উপলক্ষে ব্যবসায়ীরা দামি মাছ বাজারে মজুদ করে রেখেছিলেন বলে জানা গিয়েছে। কয়েক লক্ষ টাকার ক্ষতি হওয়ায় কার্যত মাথায় হাত পড়েছে মাছ ব্যবসায়ীদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনুলিয়া মাছ বাজারে প্রায় ৬০ জন মাছ ব্যবসায়ী বসেন। কমবেশি প্রত্যেককেই নববর্ষ উপলক্ষে শুক্রবার রাতে ইলিশ, পাবদা, বোয়াল-সহ বিভিন্ন দামি মাছ মজুদ করে রেখেছিলেন বাজারে।
advertisement
ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে সিসিটিভি ক্যামেরা এবং রাতে নিরাপত্তারক্ষী না থাকার সুযোগে দুষ্কৃতীরা এসে সমস্ত মাছ লুট করে নিয়ে যায়। তবে চুরি যাওয়া বিভিন্ন মাছের মধ্যে বেশির ভাগই ইলিশ বলে জানা গিয়েছে। সবমিলিয়ে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।
তবে এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত, তা এখনও জানা যায়নি। পুরসভার চেয়ারম্যান এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফে বাজারে সিসিটিভি ক্যামেরা বসানোর আশ্বাস দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে রাণাঘাট থানার দ্বারস্থ হয়েছে মাছ ব্যবসায়ীরা।
Ranjit Sarkar