এই প্রথমবার নয়, এই নিয়ে ৬ বার সাফল্যের সঙ্গে হাঁটু প্রতিস্থাপন করল বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল। তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। বিষ্ণুপুর ১৬ নম্বর ওয়ার্ডের তুতবাড়ির বাসিন্দা উর্মিলা দে দীর্ঘদিন ধরেই হাঁটুর ব্যথায় ভুগছিলেন। বিভিন্ন জায়গায় চিকিৎসাও করিয়েছেন। কিন্তু আর্থিক অবস্থার কারণে অপারেশন করাতে পারেননি। অবশেষে কয়েকদিন আগে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এসে চিকিৎসক সমীর জানাকে দেখান। তিনি বলেন, হাঁটুর অপারেশন করতে হবে। এরপর CMOH ও হসপিটাল সুপারের সঙ্গে কথা বলে সমস্ত ব্যবস্থা করেন ডাক্তার।
advertisement
সফলভাবে হাঁটু প্রতিস্থাপনের পর দীর্ঘ ১২ বছরের যন্ত্রণা থেকে মুক্তি পেলেন উর্মিলা দে। রোগীর আত্মীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বহু জায়গায় নিয়ে গিয়েছিলেন। কিন্তু টাকার অভাবে অপারেশন করাতে পারেননি। অবশেষে বিনা পয়সায় বিষ্ণুপুরের হাসপাতালে এই অপারেশন হওয়ায় তাঁরা ভীষণ খুশি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হাসপাতালের সুপার জানান, এই নিয়ে ৬ বার এই অপারেশন হয়েছে। তিনি সাধারণ মানুষের উদ্দেশে বলেন, যারা এখনও ভাবেন সরকারি হাসপাতালে চিকিৎসা হয় না, আপনারাও আসুন, আপনাদের পরিষেবা দেওয়ার আমরা যথাসাধ্য চেষ্টা করব। বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের এই হাঁটু প্রতিস্থাপন যেন প্রমাণ করল, সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা ব্যবস্থা এখনও যথেষ্ট সচল।





