TRENDING:

মেঘালয় সরকারের কোটায় বর্ধমান মেডিক্যালে ভর্তির নামে মোটা টাকা নিয়েছে প্রতারকেরা, মিলল চাঞ্চল্যকর তথ্য

Last Updated:

বর্ধমান মেডিক্যাল কলেজে এমবিবিএস-এ  ভর্তির নাম করে মোটা টাকা নেওয়ার অভিযোগ উঠেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: মেঘালয় সরকারের কোটায় এমবিবিএস-এ ভর্তি করে দেওয়ার নাম করে টাকা নিয়েছে প্রতারকরা। বর্ধমান মেডিক্যাল কলেজে এমবিবিএস-এ  ভর্তির নাম করে মোটা টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এক-একজনের কাছ থেকে কুড়ি লক্ষ, ৩০ লক্ষ টাকা নিয়ে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। এরকম বেশ কয়েকজন পড়ুয়ার সঙ্গে  প্রতারণা করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement

বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ কৌস্তভ নায়েক বলেন, '' এক ছাত্রের অভিভাবক আমাদের কাছে এ'ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের  করেছেন। সেখান থেকেই জানা গিয়েছে, মেঘালয় সরকারের কোটায় এমবিবিএস-এ ভর্তি করে দেওয়ার নাম করে ৩০ লক্ষ টাকা নেওয়া হয়েছে।'' বর্ধমান মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, মেঘালয় সরকারের কোটায় মেডিক্যাল কলেজে দু'জন ভর্তি হতে পারে। মেঘালয় সরকার সরাসরি রাজ্য সরকারকে এ'ব্যাপারে নাম পাঠায়। সেই নাম রাজ্য স্বাস্থ্য দফতর থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়। সেই কোটায় ভর্তির কথা বলেই প্রতারকরা কাজ হাসিল করেছে বলে জানা গিয়েছে।

advertisement

বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ জানান, ''মেঘালয় সরকারের কোটায় ভর্তি নেওয়ার ক্ষেত্রে আমাদের কোনও হাত নেই অথচ প্রিন্সিপালের স্ট্যাম্প সই জাল করে এই প্রতারণা করা হয়েছে। প্রতারকরা একটি ঘরে বসিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলে তাঁদের বিশ্বাস অর্জন করে। এরপর মোটা টাকা নিয়ে চম্পট দিয়েছে। আমরা চাই পুলিশ যথাযথ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করুক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের একটি ঘরে বসিয়ে প্রতারকরা পড়ুয়া ও তাঁদের অভিভাবকদের সঙ্গে কথা বলেছিল বলে জানা গিয়েছে। তবে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কোন ঘর তা পুলিশকে তাঁরা সেভাবে চিনিয়ে দিতে পারেনি। এ'ব্যাপারে অধ্যক্ষ বলেন, সম্ভবত অন্য কোনও ঘরে এই কাজ করেছে প্রতারকেরা, পুলিশ বিস্তারিত তদন্ত চালাচ্ছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মেঘালয় সরকারের কোটায় বর্ধমান মেডিক্যালে ভর্তির নামে মোটা টাকা নিয়েছে প্রতারকেরা, মিলল চাঞ্চল্যকর তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল