TRENDING:

পুলিশ পরিচয় দিয়ে লক্ষ টাকার প্রতারণা, গ্রেফতার ২

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নদীয়া: নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বহুদিন ধরে কম দামে চাল, আটা পাইয়ে দেওয়ার প্রতারণা চক্র ফেঁদে বসেছিল দুই প্রতারক ৷ নদীয়া জেলার গাঙনাপুর থানা এলাকা থেকে অপূর্ব গোস্বামী (৪৬) ও ধানতলা থানা এলাকা থেকে রঞ্জিত দাস (৪৪)-কে গ্রেফতার করল পুলিশ ৷ পুলিশ পরিচয় দিয়ে থানার আটক করা চাল, আটা ইত্যাদি দ্রব্য কম দামে দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণার দায়ে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ৷ প্রতারণার অভিযোগ পেয়ে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ।
advertisement

পুলিশ সূত্রে জানা যায়, ওই দুই ব্যক্তি বনগাঁ পাইকপাড়া এলাকার কামালউদ্দিন গাজী নামে এক ব্যক্তিকে আটক হওয়া মাল নেওয়ার জন্য ডেকে পাঠায় ৷ প্রথমে একজন প্রতারক রানাঘাট কোর্ট এলাকায় কামালউদ্দিনকে নিয়ে যায় ৷ এরপর আর একজন প্রতারক এসে নিজেকে থানার মেজবাবু পরিচয় দিয়ে এক লক্ষ টাকা নেয় তাঁর থেকে ৷ টাকা হাতে পেতেই তারা আটক মালপত্র গাড়িতে লোড করে পৌঁছে দেওয়ার নাম করে চলে যায় ৷

advertisement

আরও পড়ুন 

বদলাল প্রাথমিক টেট-এ বসার নিয়ম, দেখে নিন আবেদনের নয়া যোগ্যতামান

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কামালউদ্দিনের অভিযোগ, এরপর থেকেই তাদের আর কোনও পাত্তা পাওয়া যায়নি ৷ এমনকি তারা ফোনও বন্ধ করে দেয় ৷ গত ১০ই এপ্রিল ওই ঘটনার কথা জানিয়ে কামালউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ করে ৷ অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে বনগাঁ থানার পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ হেফাজত চেয়ে এদিন তাদের বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুলিশ পরিচয় দিয়ে লক্ষ টাকার প্রতারণা, গ্রেফতার ২