পুলিশ সূত্রে জানা যায়, ওই দুই ব্যক্তি বনগাঁ পাইকপাড়া এলাকার কামালউদ্দিন গাজী নামে এক ব্যক্তিকে আটক হওয়া মাল নেওয়ার জন্য ডেকে পাঠায় ৷ প্রথমে একজন প্রতারক রানাঘাট কোর্ট এলাকায় কামালউদ্দিনকে নিয়ে যায় ৷ এরপর আর একজন প্রতারক এসে নিজেকে থানার মেজবাবু পরিচয় দিয়ে এক লক্ষ টাকা নেয় তাঁর থেকে ৷ টাকা হাতে পেতেই তারা আটক মালপত্র গাড়িতে লোড করে পৌঁছে দেওয়ার নাম করে চলে যায় ৷
advertisement
আরও পড়ুন
বদলাল প্রাথমিক টেট-এ বসার নিয়ম, দেখে নিন আবেদনের নয়া যোগ্যতামান
কামালউদ্দিনের অভিযোগ, এরপর থেকেই তাদের আর কোনও পাত্তা পাওয়া যায়নি ৷ এমনকি তারা ফোনও বন্ধ করে দেয় ৷ গত ১০ই এপ্রিল ওই ঘটনার কথা জানিয়ে কামালউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ করে ৷ অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে বনগাঁ থানার পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ হেফাজত চেয়ে এদিন তাদের বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 05, 2018 7:05 PM IST