পুলিশ সূত্রে খবর, ২০২২ সালের জানুয়ারি মাসে এক ব্যবসায়ী তামিলনাড়ু পুলিশের কাছে অভিযোগ জানায় যে, এই স্নেহাশীষ মুখার্জি এবং তার সঙ্গে আরও তিনজন ওই ব্যবসায়ীকে কোভিডের সামগ্রী সাপ্লাই করবে বলে ৪ কোটি টাকা নেয়। টেন পার্সেন্ট সামগ্রী সাপ্লাই করলেও বাকি সামগ্রী সাপ্লাই করেনি। বহুবার যোগাযোগ করা সত্ত্বেও অভিযুক্তদের পক্ষ থেকে কোন সদুত্তর পাওয়া যায়নি। পরবর্তীতে সবরকম যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়।
advertisement
প্রতারিত হয়েছে বুঝতে পেরে ওই ব্যবসায়ী তামিলনাড়ুর পুলিশের কাছে অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে তামিলনাড়ুর পুলিশ জানতে পারে নিউটাউনে গা ঢাকা দিয়ে রয়েছে মূল অভিযুক্ত স্নেহাশিস মুখার্জি। এরপরেই তামিলনাড়ু পুলিশের একটি টিম নিউটাউন থানার পুলিশকে সঙ্গে নিয়ে নিউটাউনের সি ই ব্লকের একটি ফ্ল্যাটে হানা দিয়ে স্নেহাশিস মুখার্জিকে গ্রেফতার করে। আজ তাকে বারাসাত আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে তামিলনাড়ু নিয়ে যাওয়া হবে।