জুনিয়ার কনস্টেবল পদে ১০ লক্ষ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে । অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম জেলা পুলিশ ফাঁদ পেতে গ্রেফতার করলো অভিযুক্ত যুবককে।
মঙ্গলবার ঝাড়গ্রাম শহরের স্টেশন সংলগ্ন এলাকা থেকে ঝাড়গ্রামের এসডিপিও বিবেক বর্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গ্রেফতার করলো অভিযুক্তকে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম শিবরাম ঘোড়াই বাড়ি হুগলি জেলায়।অভিযুক্ত শিবরামদের একটি গ্রুপ রয়েছে। তারা চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১০ লক্ষ টাকা তোলে।
advertisement
সবং সহ জেলার বিভিন্ন জায়গায় এরা একই ভাবে টাকা তুলেছে বলে অভিযোগ রয়েছে।পুলিশ সুত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রামের এক যুবককে একইরকম ভাবে পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১০ লক্ষ টাকা চেয়েছিল ও আসল সার্টিফিকেট জমা নেওয়ার কথা বলেছিল।
ঝাড়গ্রাম পুলিশ বিষয়টি জানতে পেরে প্রতারককে ধরার জন্য ফাঁদ। শিবরাম টাকা নেওয়ার জন্য ঝাড়গ্রাম স্টেশনে এলে তাকে পুলিশ গ্রেফতার করে।বুধবার ধৃতকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। এই চক্রের সঙ্গে জড়িত বাকিদের হদিশ জানতে পুলিশ হেফাজতের আবেদন করেছে পুলিশ।