TRENDING:

এক নয় তিন-তিনটে বিয়ে ! নতুন করে ফের পাত্রী দেখতে গিয়ে ধরা পড়ল যুবক

Last Updated:

স্ত্রী থাকা সত্ত্বেও পাশের পাড়াতেই নতুন করে বিয়ের জন্য পাত্রী দেখতে গেলেন এক ব্যক্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শান্তিপুর:  স্ত্রী থাকা সত্ত্বেও পাশের পাড়াতেই নতুন করে বিয়ের জন্য পাত্রী দেখতে গেলেন এক ব্যক্তি। খবর পেয়ে তাঁকে ধরে শিকলে বেঁধে রাখলেন শ্বশুরবাড়ির লোকজন। জেরা করতেই ঝুলি থেকে বেরোল বিড়াল। ইতিমধ্যেই তিনটি বিয়ে করে ফেলেছেন কীর্তিমান। ঘটনা নদিয়ার শান্তিপুরের।
advertisement

নদিয়ার চাকদহ থানার যশরার বাসিন্দা মানস পাল। মঙ্গলবার পাত্রী দেখতে পৌঁছলেন শান্তিপুরে। বছর বত্রিশের এই যুবক যে বিবাহিত তা মোটেই জানতেন না পাত্রীপক্ষ। যে পাড়ায় পাত্রী দেখছেন, তার পাশের পাড়াতেই আবার মানসের শ্বশুরবাড়ি। খবর পেয়ে হবু পাত্রীপক্ষের বাড়িতে পৌঁছে জামাইকে ধরে আনেন শ্বশুরবাড়ির লোকজন।

রাতভর আটকে রাখার পরেও মানস ভাঙলেন কিন্তু মচকালেন না। উল্টে গলায় ফাঁস লাগানোর হুমকিও দিলেন। বুধবার সকালে তাকে শিকল দিয়ে বেঁধে রেখে মারধর করেন শ্বশুরবাড়ির লোকজন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জিজ্ঞাসাবাদের পর মিলল আরও চমক। একটি বিয়ের পর দ্বিতীয় পাত্রী দেখতে মোটেই যায়নি মানস। এর আগে মোট তিনটি বিয়ে করেছে সে। দ্বিতীয় ও তৃতীয়বারে ধরা না পড়লেও নতুন বছরে ফাঁড়া কাটল না তার।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এক নয় তিন-তিনটে বিয়ে ! নতুন করে ফের পাত্রী দেখতে গিয়ে ধরা পড়ল যুবক