পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর এলাকায় শিয়ালের হামলায় আক্রান্ত হয়েছেন পাঁচজন। তাদের মধ্যে চারজন মহিলা। কারোর হাত বা পায়ের আঙুল, কারোর বুকের মাংস খুবলে নিয়েছে হিংস্র শিয়াল। মন্তেশ্বর থানার জামনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আশুরিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। এরপর শিয়ালের হামলার আতঙ্কে অনেকেই গৃহবন্দি হয়ে রয়েছেন। সন্ধে নামলেই শিয়ালের ভয়ে পথঘাট শুনশান হয়ে যাচ্ছে। বাসিন্দারা বলছেন, শিয়ালের হামলা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিক বন দফতর।
advertisement
শিয়ালের হামলায় গুরুতর জখম হয়েছেন ওই গ্রামের চিত্তবালা কয়াল, সৃষ্টি দাস, মুক্তবালা কয়াল, মুক্তকেশি কয়াল এবং পুষ্পবালা কয়াল। তাঁদের মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করানো হয়েছে। রাতের অন্ধকারে নয়, শুক্রবার দিনের আলোয় দু দফায় দুপুর সাড়ে ১২ টা এবং পাঁচটা নাগাদ এই হামলার ঘটনা ঘটে। আশুরিয়া গ্রামের বাড়ি বাড়ি ঢুকে আক্রমণ চালায় শিয়াল।
দুপুরে প্রথমে বৃদ্ধা চিত্তবালা কয়ালের ওপর হামলা চালায় এক পূর্ণ বয়স্ক শিয়াল। বৃদ্ধার বাম হাতের তর্জনীর একাংশ কেটে নিয়ে পালায় সে। এরপর বিকেল প্রায় ৫ টা নাগাদ মহিলারা যখন বাড়ির সামনে বসে গল্পগুজব করছিলেন সেই সময় শিয়াল ফের হামলা চালায়। কারোর বুকের এবং কারোর পায়ের মাংস খুবলে তুলে নেয়। মহিলাদের আর্ত চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে শিয়ালটি পালিয়ে যায়। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এলাকায় শিয়ালের উপদ্রব আগেও ছিল। কিন্তু এভাবে বাড়ি বাড়ি ঢুকে হামলা চালানোর ঘটনা আগে কখনও ঘটেনি। আমরা চরম আতঙ্কের মধ্যে আছি।