TRENDING:

খাট থেকে পড়ে মৃত্যু হল ৪ মাসের শিশুকন্যার

Last Updated:

বাচ্চার হাসি-কান্নায় মুখর হয়ে ছিল বাড়িটা ৷ গত চারটে মাস যে কোথা দিয়ে কেটে গিয়েছে বুঝতেই পারেননি আশাবুল ও নাজমা বিবি ৷ একমাত্র মেয়েকে খাওয়াতে-পরাতেই হুস করে পেরিয়ে যেত দিনটা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হরিণঘাটা: বাচ্চার হাসি-কান্নায় মুখর হয়ে ছিল বাড়িটা ৷ গত চারটে মাস যে কোথা দিয়ে কেটে গিয়েছে বুঝতেই পারেননি আশাবুল ও নাজমা বিবি ৷ একমাত্র মেয়েকে খাওয়াতে-পরাতেই হুস করে পেরিয়ে যেত দিনটা ৷
advertisement

হরিণঘাটার বিরহী হালদার পাড়ার সেই খুশির বাড়িটিতেই এখন ইতিউতি জমাট মন খারাপের অন্ধকার ৷ যে মেয়েটাকে ঘিরে আবর্তিত হচ্ছিল তাঁদের জীবন, হঠাৎ করেই শূন্য পড়ে রয়েছে তার খেলনাপাতি, বিছানা বালিশ ৷ একরত্তি মেয়েটা আর নেই ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শুক্রবার রাতের ঘটনা ৷ শিশু কন্যাকে খাটে শুইয়ে রেখেছিলেন নাজমা ৷ হঠাৎই খাট থেকে পড়ে যায় সে ৷ মাথায় গুরুতর আঘাত লাগে শিশুটির ৷ তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় কল্যানী জে.এন.এম হাসপাতালে ৷ কিন্তু অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয় ৷ আশঙ্কাজনক অবস্থায় কলকাতার পি.জি হাসপাতালে তাকে ভর্তি করা হলে রাতেই মারা যায় শিশুটি ৷ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খাট থেকে পড়ে মৃত্যু হল ৪ মাসের শিশুকন্যার